মাইম বিজনেস এক্সপ্রেসকে হারালো মাইম টেক চ্যালেঞ্জার্স

বনানীর পানি উন্নয়ন বোর্ড মাঠে মাইম ইন্টারনেট টিম বিল্ডআপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটিতে মাইম বিজনেস এক্সপ্রেসকে হারিয়েছে মাইম টেক চ্যালেঞ্জার্স।

আগে ব্যাটিং করে মাইম বিজনেস এক্সপ্রেস ২০২ রান সংগ্রহ করে। জবাবে মাইম টেক চ্যালেঞ্জার্স ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

মাইম ইন্টারনেট টিম বিল্ডআপ ক্রিকেট ম্যাচটিতে ছিলেন মাইম ইন্টারনেটের ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস ডেভেলপমেন্ট হেড আহমেদ আনোয়ার হাসান এবং মাইম ইন্টারনেটের চীফ টেকনিক্যাল অফিসার ফাতেউজ্জামান রাশেদ।

মাইম ইন্টারনেট কনফিডেন্স গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।