হকির চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা, ১০ হাজার টাকা করে পুরস্কার

এএইচএফ কাপে এই বছরও চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরেছে বাংলাদেশ। টানা ধারাবাহিকতা ধরে রাখায় একটা সংবর্ধনা প্রাপ্যই ছিল। গত মার্চে চ্যাম্পিয়ন হওয়া দলটিকে রবিবার সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। সেখানে বিজয়ীদের দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে পুরস্কার।

বিমান বাহিনীর ফ্যালকন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে এই অর্থ পুরস্কার তুলে দেন হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

তবে সংবর্ধনার পর নতুন করে আবারও মাঠে নামতে হচ্ছে রাসেল মাহমুদ জিমি-ফরহাদ আহমেদ শিতুলদের। আগামী ৬ থেকে ১৫ মে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব হবে থাইল্যান্ডে। সেখানে অংশ নেওয়ার জন্য আগামী ১২ এপ্রিল প্রস্তুতি শুরু হচ্ছে। সেদিন প্রাথমিকভাবে বাছাইকৃত ৩৬জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দেবেন। এবারও বিকেএসপিতে অনুশীলন চলাকালে কোচ হিসেবে থাকবেন মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি। ইন্দোনেশিয়াতে সাফল্য পাওয়াতে তার ওপরই ভরসা রেখেছে হকি ফেডারেশন।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ আমরা খেলোয়াড়দের সংবর্ধিত করেছি। অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে।এছাড়া খেলোয়াড়দের নতুন করে ক্যাম্প শুরু হচ্ছে।’