আইপিএল

কোহলি-ম্যাক্সওয়েল ব্যর্থ, হারলো বেঙ্গালুরু

ওয়ান ডাউনে কিছুতেই সুবিধা করতে পারছিলেন না। পজিশন পাল্টে ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি। তাতেও কাজ হলো না। আবারও ব্যর্থ সাবেক ভারতীয় অধিনায়ক। গ্লেন ম্যাক্সওয়েল তো প্রথম বলেই আউট! ব্যাটারদের এমন দুর্দশায় রাজস্থান রয়্যালসের ৮ উইকেটে করা ১৪৪ রানও কঠিন হয়ে উঠলো বেঙ্গালুরুর। ১৯.৩ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে ফাফ ডু প্লেসিরা হেরেছে ২৯ রানে।

মঙ্গলবার পুনের আইপিএল ম্যাচে মুখোমুখি হয়েছিল ফর্মের তুঙ্গে থাকা রাজস্থান ও সংগ্রাম করতে থাকা বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে মাত্র ৬৮ রান অলআউট হওয়া বেঙ্গালুরু এই ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ নিয়েও টানা দুই ম্যাচ হারলো। বিপরীতে রাজস্থান পেলো টানা তৃতীয় জয়। তাতে ৮ খেলায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসেছে সঞ্জু স্যামসনরা।

জস ব্যাটলারের ব্যাট হাসেনি। আইপিএলে বসন্ত চলা এই ইংলিশ ব্যাটার আউট হয়েছেন মাত্র ৮ রান করে। টপ অর্ডারে স্যামসন কিছুটা আলো ছড়ালেও ২৭ রানের বেশি করতে পারেননি। তবে লেট মিডল অর্ডারে রিয়ান পরাগের ঝড়ে লড়াই করার মতো স্কোর পায় রাজস্থান। ডানহাতি এই ব্যাটার ৩১ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় খেলেন হার না মানা ৫৬ রানের ইনিংস। দুর্দান্ত এই ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

বেঙ্গালুরুর তিন বোলার- মোহাম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড ও ভানিন্দু হাসারাঙ্গা প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭২ রানে ৬ উইকেট হারিয়ে হার দেখতে থাকে বেঙ্গালুরু। সর্বোচ্চ ২৩ রান করছেন ডু প্লেসি। হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ১৮ রান। ওপেনিংয়ে নামা কোহলি ১০ বলে করেন ৯ রান। ম্যাক্সওয়েল রানের খাতাই খুলতে পারেননি।

রাজস্থানের কুলদীপ সেন ৩.৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ৪ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ১৭ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।