X
বুধবার, ২২ মে ২০২৪
৮ জ্যৈষ্ঠ ১৪৩১

মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৪, ০০:৩১আপডেট : ০১ মে ২০২৪, ০০:৫৭

আইপিএল হারের বৃত্তেই আটকে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিন ম্যাচ আগে পাঞ্জাবের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ জিতেছিল। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষেও ভাগ্য বদলাতে পারেনি তারা। আগে ব্যাটিং করে ১৪৫ রানের মামুলি লক্ষ্য দেয় মুম্বাই। তবে সহজ এই লক্ষ্য লখনউ কঠিন করে জিতেছে। শেষ ওভারে ৪ বল হাতে রেখে ৪ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে গেছে দলটি।

মঙ্গলবার নিজেদের মাঠে আগে ব্যাটিং করা মুম্বাইকে ১৪৪ রানে থামাতে পেরেছে লখনউ। জবাবে ব্যাটিং করতে নেমে আর্শিন কুলকার্নি রানের খাতা না খুলেই আউট হয়েছেন। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল ও মার্কাস স্টয়নিস মিলে ৬২ রানের জুটিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এ সময় দ্রুত ৩ উইকেট নিয়ে খেলা জমিয়ে দেয়ার চেষ্টায় ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে নিকোলাস পুরানদের সামনে পেরে উঠতে পারেনি হার্দিক পান্ডিয়ার দল। ৪৫ বলে ৬২ রান করে লখনউর জয়ের নায়ক স্টয়নিস। ৪৫ বলে ৭ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান অজি ব্যাটার। 

মুম্বাইয়ের বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া দুটি এবং জেরাল্ড কোয়েটজে, নুয়ান থুশারা ও মোহাম্মদ নবী প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নামা মুম্বাইয়ের শুরুটা ছিল বাজে। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা (৪)।  এরপর তিনে নেমে সূর্যকুমার যাদব ফেরেন পরের ওভারেই। নিয়মিত বিরতিতে মুম্বাই একের পর এক উইকেট হারিয়ে ছন্দ হারাতে থাকে। ২৭ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে কোণঠাসা মুম্বাই পরে আর ম্যাচেই ফিরতে পারেনি। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের টেনে তোলার চেষ্টা করেছেন ইশান ও নেহাল ওয়াধেরা। তারা দুজনে মিলে যোগ করেন ৫৩ রান। ওপেনার ইশান ফিরলে ভাঙে তাদের এই জুটি। বিষ্ণয়ের গুগলিতে স্লগ সুইপ করতে গিয়ে শর্ট থার্ডম্যানে থাকা মায়াঙ্ক যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইশান (৩২)। এরপর হাফ সেঞ্চুরির পথে থাকা নেহাল আউট হয়েছেন ৪১ বলে ৪৬ রানের ইনিংস খেলে। শেষ দিকে টিম ডেভিডের ১৮ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেটে ১৪৪ রানের পুঁজি পায় মুম্বাই। 

স্বাগতিক লখনউর হয়ে দুটি উইকেট নিয়েছেন মহসিন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন স্টয়নিস, বিষ্ণয়, নাভিন এবং মায়াঙ্ক।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
হায়দরাবাদকে উড়িয়ে ফাইনালে কলকাতা
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
পাঞ্জাবকে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকার আশা বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ
সর্বশেষ খবর
প্রথমবারেই তরমুজ চাষে চমক
প্রথমবারেই তরমুজ চাষে চমক
টিভিতে আজকের খেলা (২২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২২ মে, ২০২৪)
রুশ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের
রুশ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
সর্বাধিক পঠিত
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
রাইসির মৃত্যুতে উল্টে গেছে পাশার দান, আলোচনায় খামেনির ছেলে
রাইসির মৃত্যুতে উল্টে গেছে পাশার দান, আলোচনায় খামেনির ছেলে
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান