পা কেটে গেছে মাশরাফির, লেগেছে ২৭টি সেলাই

মাশরাফি বিন মুর্তজার বাঁ পায়ের পেছনের অংশ কেটে গেছে। চোট গুরুতর হওয়ায় ২৭টি সেলাই লেগেছে তার। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন সাবেক এই অধিনায়ক। মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুরে নিজের বাসায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন মাশরাফি। ওই সময় শোকেসের কাঁচ ভেঙে এই পেসারের বাঁ পায়ের গোড়ালির ওপর পড়ে। ফলে বেশ কিছু অংশ কেটে যায়। দ্রুততম সময়ের মধ্যে মাশরাফিকে নিয়ে যাওয়া হয় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে।

ঘটনার বর্ণনা দিয়ে মাশরাফির ছোট ভাই মোরসালিন বলেছেন, ‘ভাইয়ার পা বাজেভাবে কেটে গেছে। আজ বিকালের দিকে ঘটনা। অসাবধানতাবশত শোকেসের সঙ্গে ধাক্কা খেলে, সেই শোকেসের কাঁচ ভেঙে ভাইয়ার পায়ে পড়ে যায়। গোড়ালির অংশে বেশ খানিকটা কেটে গেছে। সব মিলিয়ে ২৭টি সেলাই লেগেছে।’