সাকিব চট্টগ্রাম টেস্টে খেলবেন: মুমিনুল

করোনামুক্ত হয়ে শুক্রবার দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। আর অনুশীলনে নেমেছেন আজ (শনিবার)। ৩৫ মিনিটের ব্যাটিং অনুশীলনেই তিনি বুঝিয়ে দিয়েছেন, চট্টগ্রাম টেস্ট খেলতে প্রস্তুত আছেন। অধিনায়ক মুমিনুল হক তাই স্পষ্টই জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামছেন বাঁহাতি অলরাউন্ডার।

করোনায় আক্রান্ত হওয়ার পর পাঁচ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছিল সাকিবকে। ওই সময় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন দেশসেরা এই ক্রিকেটার।

তবে আজ মুমিনুল জানালেন অন্য কথা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘দেখে তো ভালো মনে হলো (সাকিবের ব্যাটিং)। ব্যাটিং তো ভালোই করলো আমার কাছে মনে হয়। খেলবেন... খেলবেন ইনশাআল্লাহ।’

আজ সকাল ১০টা ২০ মিনিটে ব্যাটিংয়ে নামেন সাকিব। বৃষ্টি নামার আগে পাক্কা ৩৫ মিনিট ব্যাটিং করেন তিনি। পুরনো বলে শুরুতে থ্রো ডাউনের বিপক্ষে সাবলীল ব্যাটিং করতে দেখা গেছে তাকে। এরপর স্পিনার ও পেসারদের বিপক্ষে দারুণ ছন্দে ব্যাটিং করেছেন। সাকিবকে দেখে মনেই হয়নি ১৫ দিন পর ব্যাট হাতে নেমেছেন।

আগের দিন সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, ৫০-৬০ ভাগ ফিট সাকিবকে তিনি চান না। শতভাগ ফিট সাকিবকেই তিনি চান। অধিনায়ক মুমিনুল অবশ্য সাকিবকে ৬০ ভাগের ওপরে ফিট ঘোষণা করলেন, ‘আমার কাছে মনে হয়েছে ৬০ ভাগের ওপরেই সাকিব ভাই ফিট। সাকিব ভাইয়ের সাইকোলজি অনেক স্ট্রং। উনি যদি চান উনি খেলতে পারবেন। আপনারও জানেন। আমার চেয়েও আপনারা ভালো জানেন। আমার কাছে এটা নিয়ে কোনও সন্দেহ নেই।’

বৃষ্টির আগে ৩৫ মিনিট ব্যাটিং করলেও বোলিং-ফিল্ডিং করার সুযোগ হয়নি সাকিবের। বৃষ্টির পর সতীর্থরা মাঠে নামলেও তাকে দেখা যায়নি। তাই প্রশ্ন এসেই যায়, কেবল ব্যাটিং দিয়েই কি সাকিবের ফিটনেস বোঝা যায়? মুমিনুলের উত্তর, ‘একটা খেলোয়াড়ের ব্যাটিং দেখলেই তার সাইকোলজি অনেক কিছু বোঝা যায়। আপনারাই মনে হয় আমার থেকে বেশি দেখেছেন। আমি তো আমার ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারা ভালো দেখেছেন। বুঝতে পারবেন উনি শতভাগ ফিট। অধিনায়ক হিসেবে আমার কাছে মনে হয়েছে খেলার জন্য সাকিব ভাই ফিট।’