ওয়েস্ট ইন্ডিজে একটি ফরম্যাট খেলতে চাইছেন না সাকিব

আগামী ৫ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হবে। এই সফর থেকে ছুটি নিয়েছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। অন্যদিকে আরেক অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও নাকি ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন। বিষয়টি মৌখিকভাবে জানালেও বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার কথা বলেছে।

জানা গেছে, সাকিব শ্রীলঙ্কা সিরিজ শেষেই ছুটির আবেদন করবেন। তবে বিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে তিন ফরম্যাটে তাকে রেখেই দল সাজানোর কথা ভাবছে!

বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মৌখিকভাবে সে বলেছে একটা ফরম্যাট খেলতে চাইছে না, বিশ্রামের প্রয়োজন। আবার টেস্ট খেলবে সেটা জানিয়েছে। আমরা তার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কিছু পাইনি। আমরাও তাকে সব ফরম্যাটে চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। দেখা যাক, সাকিব নিজ থেকে কিছু বলেন কিনা। আপাতত এসব নিয়ে কোনও কথা হচ্ছে না।’

ক্রিকেটাররা ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়বেন। শ্রীলঙ্কা সিরিজ শেষ করে সাকিব আগেই চলে যাবেন যুক্তরাষ্ট্র। সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বাঁহাতি তারকার। আনুষ্ঠানিকভাবে সূচি চূড়ান্ত না হলেও দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার কথা টেস্ট সিরিজ দিয়ে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। এরপর দ্বিতীয় টেস্ট ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৪ জুন থেকে। টেস্টের পর তিন টি-টোয়েন্টি হবে ২, ৩ ও ৭ জুলাই। এরপর তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

এবারের সফরের তিন ওয়ানডে আবার আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। দ্বিপক্ষীয় সিরিজের অংশ। স্বাভাবিকভাবে গুরুত্ব কিছুটা হলেও কম থাকবে। সে কারণেই বেছে বেছে খেলে আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘ করার পরিকল্পনায় সাকিব।

এজন্য সফরের শেষ দিকে ওয়ানডে সিরিজ থেকে লিখিতভাবে বিশ্রাম চাইতে পারেন তিনি। তার ওপর এ বছর এমনিতেই বাংলাদেশের টানা খেলা। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার পর রয়েছে জিম্বাবুয়ে সফর। তারপর এশিয়া কাপ।

এশিয়া কাপ থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় ক্যাম্প করে নিউজিল্যান্ডে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। এরপর কুড়ি ওভারের বিশ্বকাপ খেলে দেশে ফিরতেই ভারত বাংলাদেশ সফরে আসবে। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলবে স্বাগতিকরা।