ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শুরু সাকিবের

টেস্ট দল গত এক সপ্তাহ ধরে ক্যারিবীয় মাটিতে অনুশীলন করলেও অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন ছুটিতে। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে রবিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। যোগ দিয়েই ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। এদিকে তামিম-মুমিনুলরা তিন দিনের অনুশীলন ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। সাকিব চাইলে শেষ দিনটিতে ব্যাটিংয়ে নামতে পারতেন, কিন্তু সাকিব দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং অনুশীলন করেই কাটালেন।

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে নিয়মিত চেক-আপ করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব। ডাক্তার দেখিয়ে দেশে ফিরে নেন টেস্ট দলের দায়িত্ব। এরপর অনেকটা গোপনেই দেশ ছাড়েন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে রবিবার যোগ দেন দলের সঙ্গে।  তিনদিনের প্রস্তুতি নিয়ে আগামী ১৬ জুন ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামবেন সাকিব আল হাসান।

বেশ কয়েক বছর পর পুরনো দায়িত্বে ফিরছেন সাকিব। তৃতীয় বারের মতো টেস্ট দলের নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়েছে সাকিবের কাঁধে। আগের দুইবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ম্যাচ দিয়েই নেতৃত্বের পথ চলা শুরু হয়েছিল। আগের দুইবার অধিনায়ক হিসেবে দলকে খুব বেশি সাফল্য এনে দিতে না পারলেও এবার সাকিবের কাছে প্রত্যাশা অনেক বেশি।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট চলাকালীন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চোটে পড়লে দায়িত্ব পান সাকিব। প্রথম দফায় ১৩ মাস দায়িত্ব পালন করেন টেস্ট দলের। সেবার ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে একটিতে জেতেন বাঁহাতি এই অলরাউন্ডার। এরপর ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে টেস্ট ম্যাচ হারলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।

দ্বিতীয় দফায় বাঁহাতি এই অলরাউন্ডার দায়িত্ব পান ২০১৭ সালের ডিসেম্বরে। সেবার টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি দলের নেতৃত্বভারও তুলে দেওয়া হয় তার কাঁধে। এই সময় তার অধিনায়কত্বে পাঁচ টেস্টে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ জেতে বাংলাদেশ, হেরে যায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।

সাকিবের অধিনায়কত্ব লম্বা হতো, কিন্তু ২০১৯ সালে ফিক্সিং বিতর্কে জড়িয়ে নেতৃত্ব হারান। তার নেতৃত্বে মোট ১৪ টেস্ট খেলে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, হেরেছে ১১টি।