টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দল ঘোষণা করে।
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ রয়েছে ঘরের মাঠে। ওই দল এখনও ঘোষণা হয়নি। তবে জানা গেছে বিশ্বকাপের দলটিই থাকছে এশিয়া কাপে। কেননা বিশ্বকাপের প্রস্তুতির জন্যই মূলত বিসিবি এশিয়া কাপকে বেছে নিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দলের কথা বলা হলেও আপাতত ১৫ জনের বাইরে ৪ জনকে রাখা হচ্ছে অপেক্ষমান তালিকায়।

এদিকে গতবার ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৭ ক্রিকেটারই নেই আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে। অবশ্য তারা কেউই ২৭ জনের স্কোয়াডেও ছিলেন না। সেই ৭ ক্রিকেটার হলেন এনামুল হক বিজয়, শামসুর রহমান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, ফরহাদ রেজা, রুবেল হোসেন, মুমিনুল হক।

ঘরের মাঠে গত বিশ্বকাপ মুশফিকের নেতৃত্বে খেললেও এবার বাংলাদেশ নামবে বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে। গত কয়েক বছর ধরেই দলকে উজ্জীবিত করে সাফল্য তুলে আনছেন মাশরাফি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার,  মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ।

অপেক্ষমান: ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাবিব, মুক্তার আলী ও শুভাগত হোম চৌধুরী।

/আরআই/এফআইআর/