অবশেষে সুখবর, টিভিতে দেখা যাবে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ

১৯ বছর পর বাংলাদেশের দর্শকরা টিভিতে খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন। অ্যান্টিগার প্রথম টেস্ট বাংলাদেশের কোনও চ্যানেল সম্প্রচার করেনি। তবে দর্শকদের জন্য সুখবর। আগামী ২৪ জুন শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে বাকি ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

টি স্পোর্টস বাকি ম্যাচগুলো সম্প্রচার করবে। সিরিজের বাকি অংশের সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশি স্পোর্টস চ্যানেলটি। সিরিজের বাকি এক টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি দেখাবে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। তিনি বলেছেন, ‘দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল হওয়ার কারণে আমাদের দর্শকদের প্রতি দায়বদ্ধতা আছে এবং সেটা বিবেচনায় নিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে আইসিসি টিভিতে দেখা গেছে প্রথম টেস্ট। বাংলাদেশের দর্শকরা ২ ডলার খরচ করে প্রথম টেস্ট উপভোগ করেছেন। যদিও সুখকর হয়নি অ্যান্টিগা টেস্টটি। সফরকারীরা প্রথম টেস্ট হেরেছে ৭ উইকেটে। সিরিজ বাঁচাতে ২৪ জুন থেকে দ্বিতীয় টেস্টে নামবে সাকিব আল হাসানরা।