পদ্মা সেতুর উদ্বোধন: কেক কেটে উদযাপন বিসিবির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা ১২টায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন। উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দে ভাসছে গোটা দেশ। সেই আনন্দ ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। মিরপুর থেকেই উদ্বোধন উৎসবে অংশ নিয়েছেন বোর্ডের কর্তাব্যক্তিরা।

শনিবার দুপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বিশাল এক কেক কেটে সেতু উদ্বাধন উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দুদিন আগেই পুরো স্টেডিয়াম রঙিন আলোতে সাজানো হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনামসহ বেশ কয়েকজন পরিচালক। এর বাইরে নির্বাচক হাবিবুল বাশার সুমন ছাড়া বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা ক্রিকেটাররাও সেখানে ছিলেন।

বিবিসি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের সঙ্গে মাদ্রাসা ও এতিম শিশুদের মাঝে খাবারও বিতরণ করা হয়েছে। 

অবশ্য শনিবার ক্রিকেট নিয়ে কোনও কথা বলতে রাজি ছিলেন না বিসিবি সভাপতি, ‘আজকে শুধু পদ্মা সেতু, ক্রিকেট না। আমরা যেহেতু পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আছি, এখানে আজ ক্রিকেট না। ’