শিরোপা উদযাপনে ওয়ালটনের জমকালো আয়োজন

বাংলাদেশ ক্রিকেট লিগের গত মৌসুমে লংগার ভার্সনের শিরোপা জিতেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। শর্টার ভার্সনেও জেতায় প্রথম দল হিসেবে এক মৌসুমে দুটি শিরোপা জয়ের অনন‌্য কীর্তি গড়েছে ওয়ালটন গ্রুপের মালিকানাধীন দল। তাই তাদের উদযাপনও হলো জমকালোভাবে। রবিবার রাতে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে জমকালো আয়োজনে ক্রিকেটারদের নিয়ে শিরোপা উদযাপন করেছে তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

জাতীয় দলের হয়ে সফরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে শুভাগত হোম, সৌম‌্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপুসহ বাকিদের উপস্থিতিতে অনুষ্ঠান ভিন্ন মাত্রা পেয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রেজওয়ানা নিলু, শোয়েব হোসেইন নোবেল ও হুমায়ূন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ফিরোজ আলম ও আমিন খান, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যানেজার মিলটন আহমেদ।

মোহাম্মদ মিঠুন এবারের বিসিএলে ক‌্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রতিযোগিতায় নিজের যাত্রা নিয়ে দারুণ খুশি এই ক্রিকেটার। নিজের বক্তব‌্যে তিনি বলেছেন, ‘একটা দলকে যখন ক্রিকেটাররা পরিবারের মতো দেখে, তখনই সে অনেক কিছু ছাড় দিতে পারে। আমরা এই দলটাকে অনেক বেশি ভালোবাসি। এজন‌্য এই দলে অনেকেই খেলতে চায়। আমরাও চাই।’

আরেক ক্রিকেটার সৌম‌্য সরকার বলেছেন, ‘এরকম সন্ধ‌্যা উপহার দেওয়ার জন‌্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন‌্যবাদ। চ‌্যাম্পিয়ন হতে প্রয়োজন হয় একটা টিমের একতা। আমাদের চ‌্যাম্পিয়ন হওয়ার মূল কারণ ছিল দলীয় ঐক্য। প্রথম থেকেই সবার বিশ্বাস ছিল। আমরা প্রথম ম‌্যাচ যেভাবে জিতেছিলাম, তখন থেকেই বিশ্বাস করছিলাম এবার চ‌্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে। আমরা সেই কাজটা করে দেখিয়েছি। সবার একতা ও বিশ্বাসে এই শিরোপা পেয়েছি।’

এ সময় ক্রিকেটারদের উৎসাহিত করতে টিমের সদস্যদের একটি করে ৪০ ইঞ্চি ওয়ালটন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি উপহার দেওয়া হয়।