কাতার বিশ্বকাপ: এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ১৮ লাখ  

কাতার বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি ৫ মাসের কম। তার আগেই টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পেয়েছে ফিফা। এখন পর্যন্ত ১৮ লাখ টিকিট বিক্রি হয়েছে।

টিকিট বিক্রির ক্ষেত্রে আয়োজক কাতারের অধিবাসীদের জন্য পৃথক ক্যাটাগরি ছিল। ফিফা জানিয়েছে, এখন পর্যন্ত বিক্রিত টিকিটের বড় অংশ কেনা হয়েছে আরব্য উপসাগরীয় দেশটি থেকে।

কাতার ছাড়াও টিকিট কেনার দিক থেকে শীর্ষস্থানে রয়েছে কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ২৮ দিনের টুর্নামেন্টে মোট ৩০ লাখ ম্যাচ টিকিট বিক্রয় হবে। টুর্নামেন্ট শুরু হবে ২১ নভেম্বর।

সর্বশেষ রাউন্ডের টিকিট বিক্রির আগে ৩২টি দলের নাম জানা না থাকলেও এখন সবগুলো দলেরই নাম জানা হয়ে গেছে। তাই পরের রাউন্ডের টিকিট বিক্রি শুরু হবে ৫ জুলাই। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। 

প্রতিটি ম্যাচের জন্য ভক্তরা সর্বোচ্চ ৬টি টিকিট কিনতে পারবেন। পুরো টুর্নামেন্টে কিনতে পারবেন সর্বোচ্চ ৬০টি। শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিরাও খেলা দেখার সুযোগ পাচ্ছেন। তাদের জন্য থাকছে বিশেষ ক্যাটাগরি।