টেস্টে ব্রডের ব্যয়বহুল ওভারের বিশ্বরেকর্ড (ভিডিও)

টেস্টে অনাকাঙ্ক্ষিত এক বিশ্বরেকর্ডে নাম উঠলো স্টুয়ার্ট ব্রডের। ভারতের বিপক্ষে টেস্টের সবচেয়ে ব্যয়বহুল ওভারটি করেছেন তিনি! এজবাস্টনে সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন তার এক ওভারে এসেছে ৩৫ রান! যা টেস্টে ইতিহাসের সর্বোচ্চ।

ব্যয়বহুল ৮৪তম ওভারটির শুরুই হয় চার দিয়ে। তাও আবার নিয়মিত অধিনায়কের বদলে নেতৃত্ব পাওয়া পেসার জসপ্রীত বুমরাহর ব্যাটে। ব্রডের ওভারটি থেকে হঠাৎ ব্যাটার বনে যাওয়া এই পেসার নিজে করেছেন ২৯ রান। ব্রডের দ্বিতীয় বলটি ছিল ওয়াইড। মাথার ওপর দিয়ে যাওয়া বলটি ধরার সুযোগ-ই পাননি কিপার। যা পরে হয়ে যায় বাউন্ডারি। তাতে যোগ হয় ৫ রান। পরের নো বলটিতে ছক্কা মারেন বুমরাহ। পরের স্কোরগুলো দেখুন ৪,৪,৪,৬,১।  

অবশ্য ব্রডের লজ্জার রেকর্ড ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিতেও আছে। ভারতের যুবরাজ সিংয়ের কাছে এক ওভারে ৬ ছক্কা হজম করেছিলেন তিনি। 

টেস্টে এতদিন এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ২৮। প্রথমে এই রেকর্ডের জন্ম দেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনের বলে ২৮ রান তুলেছিলেন। একই রেকর্ডে নাম রয়েছে জর্জ বেইলি ও মহারাজের নামটিও। তাদের ক্ষেত্রে বোলার ছিলেন যথাক্রমে জেমস অ্যান্ডারসন ও জো রুট।

ভারতীয় অধিনায়ক বুমরাহর কারণেই ভারতের প্রথম ইনিংসে স্কোর ছাড়িয়েছে ৪০০। ১৬ বলে তার করা ঝড়ো ৩১* রানে শেষ পর্যন্ত ৪১৬ রান করেছে সফরকারী দল।