ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে নির্ধারিত সময় রাত সাড়ে ১১টায়। প্রথম ম্যাচে ফিল্ডিং নিয়ে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। চোট পেয়ে ছিটকে গেছেন মুনিম শাহরিয়ার, জায়গা হয়নি নাসুম আহমেদেরও। ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন।  

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন একটি। সাইড স্ট্রেইনে বাদ পড়েছেন ডেভন থমাস। তার জায়গায় এসেছেন কিমো পল। 

উইন্ডসর পার্কে প্রায় পাঁচ বছর পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। বৃষ্টি প্রথম ম্যাচের সেই মাহেন্দ্রক্ষণকে ম্লান করে দিয়েছে। ম্যাচের পরিধি নেমে এসেছিল ১৬ ওভারে। পরে ১৪ ওভার! বাংলাদেশ টস হেরে ব্যাটিং করতে নামলে ১৩ ওভার শেষ হতে আবার নামে বৃষ্টি। পরে আর খেলা মাঠেই গড়ায়নি। তার আগে ব্যাটিং ব্যর্থতায় সফরকারীদের অবস্থাটাও স্বস্তিদায়ক ছিল না। বৃষ্টির আগে ৮ উইকেটে করতে পেরেছে ১০৫ রান। দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কার মাঝে স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন নুরুল হাসান। ১৬ বলে তার করা ২৫ রানেই বাংলাদেশের শত রান পার হয়েছে। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামরাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, কিমো পল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, ওবেড ম্যাককয়, হেইডেন ওয়ালশ।