আগ্রাসী ব্যাটিংয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

ডমিনিকায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে আগ্রাসী ব্যাটিংয়ে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তুলেছে ১০০ রান। ক্রিজে আছেন ব্রেন্ডন কিং (৪৫) ও নিকোলাস পুরান (৩৪)।

তাসকিনের শুরুর ওভারটিই ছিল ভীষণ ব্যয়বহুল। চোট কাটিয়ে ফেরা এই পেসার প্রথম ওভারেই দিয়েছেন ১৪ রান। সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন ওপেনার কাইল মায়ার্স। দ্বিতীয় ওভারেও তার আগ্রাসন বজায় ছিল। কিন্তু শেখ মেহেদী হাসানের বুদ্ধিদীপ্ত বোলিং বেশি দূর যেতে দেয়নি তাকে। ওভারের পঞ্চম বলে ব্যাটারকে প্রলুব্ধ করেছিলেন খেলতে। মায়ার্স সেই ফাঁদে পা দিয়েই বোল্ড হয়েছেন। ৯ বল খেলা মায়ার্স আউট হয়েছেন ১৭ রানে। তার ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছয়।

তৃতীয় ওভারে সাকিব আল হাসানকে আনা হলে মেলে আরেকটি সাফল্য। শামরাহ ব্রুকস (০) বেশি আগ্রাসী হয়ে ব্যাট চালাতে গেলে টপ এজ হয়ে জমা পড়েছেন মাহমুদউল্লাহর হাতে। এই সময়ে রান কিছুটা চেক দিতে সক্ষম হওয়ায় পাওয়ার প্লের স্কোরটা বেশি বাড়তে পারেনি।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময় রাত সাড়ে ১১টায়। প্রথম ম্যাচে ফিল্ডিং নিয়ে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিক দল। 

বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে দুটি। চোট পেয়ে ছিটকে গেছেন মুনিম শাহরিয়ার, জায়গা হয়নি নাসুম আহমেদেরও। ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন।