দ্বীপ দেশে তামিম-মাহমুদউল্লাহদের অন্যরকম ঈদ

ক্রিকেট ব্যস্ততায় অনেক সময় জাতীয় দলের ক্রিকেটারদের পরিবার ছাড়া ঈদ কাটাতে হয়। এবারও যেমন দেশের বাইরে পরিবারকে ছাড়া ঈদ উদযাপন করতে হচ্ছে তামিম-মাহমুদউল্লাহদের। এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সুদূর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পরিবার ছাড়া নিজেদের মধ্যেই পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন ক্রিকেটাররা।

আজ (শনিবার) সৌদি আরবে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ পালিত হবে আগামীকাল (রবিবার)। সৌদি আরবের মতো দক্ষিণ আমেরিকা তথা ওয়েস্ট ইন্ডিজেও আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। ওয়ানডে সিরিজ খেলতে এখন ক্যারিবিয়ান অঞ্চলের গায়ানায় রয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, পেসার শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানরা।

মাহমুদউল্লাহ ঈদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালোভাবে ঈদের সময় কাটান, নিজের পরিবারের সাথে এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিন।’

অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ আমাদের আত্মত্যাগ কবুল করুন।’

সতীর্থদের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে ডানহাতি পেসার এবাদত হোসেন লিখেছেন, ‘মুসলিম উম্মাহকে ঈদ মোবারক।’

শরিফুল একটি গ্রুপ ছবি আপলোড করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে সুস্থ থেকে ঈদ পালন করুন, এটাই আমার চাওয়া। ধন্যবাদ।’

মোস্তাফিজ লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই ফ্যামিলি নিয়ে ঈদ করুন, এই আশা করি।’

ওয়েস্ট ইন্ডিজে থাকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলি খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ! বাংলাদেশ দলের সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম।’