বিজয়কে খেলালে টিম সিলেকশন ভুল হতো: তামিম

ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ১৩ হাফসেঞ্চুরিতে ১ হাজার ১৩৮ রান করেছিলেন এনামুল হক বিজয়। এ কারণেই সুযোগ পেয়ে যান বাংলাদেশের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে। কিন্তু যে ফরম্যাটে বিজয়ের এত রান, সেই ওয়ানডেতে সুযোগই পেলেন না। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়ে ব্যর্থ হন। তবু প্রত্যাশা ছিল ওয়ানডেতে হয়তো সুযোগ মিলবে। কিন্তু হয়নি তা। প্রথম ওয়ানডেতে খেলানো হয় নাজমুল হোসেন শান্তকে।

বিজয়কে একাদশে না দেখে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে। ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য আলোচনা থামিয়ে দিয়েছেন। ঠিক কী কারণে বিজয়কে প্রথম ওয়ানডেতে নেওয়া হয়নি, তার কারণ জানিয়েছেন তামিম, ‘আমার কাছে মনে হয়, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। বিজয়ের দুর্দান্ত একটা ঘরোয়া মৌসুম গেছে। ও মাত্র টিমে এসেছে। আজকে শান্তর জয়গায় যদি আমি বিজয়কে খেলাতাম, তাহলে শান্ত যে গেলো তিন সিরিজ ধরে আমাদের টিমে আছে, ওই সিলেকশনটা ভুল ছিল? তাহলে ওই সিলেকশনটা ভুল হতো। শান্তকে আমরা কী কারণে তিন সিরিজে টিমের সঙ্গে নিয়ে ঘুরছি তাহলে?’

তামিম মনে করেন, বিজয়ের যখন সুযোগ আসবে তাকে খেলানো হবে। মূলত নির্বাচন প্রক্রিয়া ঠিক রাখতেই তামিমের এমন সিদ্ধান্ত, ‘যখনই সুযোগ আসবে তখনই আমরা বিজয়কে খেলাবো। অধিনায়ক হিসেবে সিলেকশনটা আমি এভাবেই করতে চাই। আমি একটা খেলোয়াড়কে দলের সঙ্গে নিয়ে ঘুরছি, মাঝখান থেকে একজন আসলো আর আমি তাকে হুট করে খেলিয়ে দিলাম, ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা ঠিক না।’ 

রবিবার গায়ানাতে বিজয়কে না খেলালেও সমস্যা হয়নি বাংলাদেশের। নিজেদের প্রিয় ফরম্যাটে সহজেই জিতেছে সফরকারীরা। নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ার সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন। এদিন ক্যারিবীয়দের ১৪৯ রানে থামিয়ে দিয়ে বাংলাদেশ দল ৫৫ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিশ্চিত করে। আগামী বুধবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।