প্রত্যেকে জয়ের জন্য ক্ষুধার্ত ছিল: তামিম

অনেক প্রত্যাশা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে প্রত্যাশার বেলুন চুপসে গিয়েছিল! হেরেছে শুরুর এই দুই ফরম্যাটেই। তার পর ওয়ানডেতে তামিম ইকবালের নেতৃত্বে মাঠে নামতেই যেন বদলে গেলো সফরকারীরা। ১ ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। এমন জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওয়ানডে অধিনায়ক বলেছেন, মানসিক শক্তিই রসদ হিসেবে কাজ করেছে। 

বুধবার ক্যারিবীয়দের ৯ উইকেটে উড়িয়ে দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া তামিম বলেছেন, ‘তিনজন ক্রিকেটার মিসিং থাকলে একটু তো আত্মবিশ্বাস ওপরে-নিচে হয়। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা বাকিরা বুঝতেই দেয়নি। টেস্ট সিরিজ বলেন বা টি-টোয়েন্টি সিরিজ, সবাই চেষ্টা করেছে কিন্তু রেজাল্টটা আসেনি।’ 

তবে ওয়ানডে সিরিজের আগে প্রত্যেকে ক্ষুধার্ত ছিল বলেই এই জয় সম্ভব হয়েছে বলে মত অধিনায়কের, ‘আমরা সবসময় চাচ্ছিলাম যে এখান থেকে কিছু একটা নিয়ে যেতে হবে। এটা শুধু আমার জন্য না, বাকি ১৫ জনের জন্যও। ওদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। তাদের ইচ্ছার কারণে হয়তো বা হয়েছে। মূল কথা হচ্ছে প্রত্যেকে জয়ের জন্য ক্ষুধার্ত ছিল।’