শেখ জামালকে গোলবন্যায় ভাসিয়ে রানার্স-আপ আবাহনী

আগের দিনই প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। আর আজ (মঙ্গলবার) শেখ জামালকে গোলবন্যায় ভাসিয়ে রানার্স-আপ হওয়া নিশ্চিত করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড।  নাবীব নেওয়াজ জীবনের জোড়া লক্ষ্যভেদে আকাশী-নীলরা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে যোসেফ আফুসির দলকে।

এই জয়ে ২০ ম্যাচে ১৩ জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান ম্যাচে শেখ জামাল চতুর্থ হারে আগের ৩৩ পয়েন্টে রয়েছে চতুর্থ স্থানে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী শুরু থেকে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। দলের মূল স্ট্রাইকার দোরিয়েল্তন ছিলেন না এই ম্যাচে। এই ব্রাজিলিয়ানের অভাব অনুভূত হতে দেননি রাকিব-কলিনদ্রেস-অগাস্তোরা।

ম্যাচ ঘড়ির ৬ মিনিটে আবাহনী এগিয়ে যায়। রাকিবের ক্রস এক ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল পেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় মিডফিল্ডার ইমন মাহমুদ জোরালো শটে জাল কাঁপান। দ্বিতীয় গোল পেতে মারিও লেমসের দলকে বেশ কিছু সময় অপেক্ষায় থাকতে হয়েছে।

৩৯ মিনিটে কলিনদ্রেসের কর্নারে রাফায়েল অগাস্তো হেডে ঠিকানা খুঁজে নেন। বল গোলকিপার নাইমের হাত স্পর্শ করে জড়িয়ে যায় জালে।

তিন মিনিট পর অগাস্তোর স্কয়ার পাসে কলিনদ্রেস প্লেসিং করে দলকে তৃতীয় গোল উপহার দেন। বিরতির আগে চালকের আসনে আবাহনী। শেখ জামাল দুয়েকবার চেষ্টা করেও গোলকিপার শহিদুল আলম সোহেলকে পরাস্ত করতে পারেনি।

বিরতির পর আবাহনী আরও ২ গোল পায়। ৭৭ মিনিটে রাকিবের ক্রসে জীবন দলের হয়ে চতুর্থ গোল করেন। আর ৮২ মিনিটে কলিনদ্রেসের কর্নারে জীবন হেডে লক্ষ্যভেদ করে শেখ জামালকে বড় ব্যবধানে হারের লজ্জা দেন।

আবাহনীর বাকি আরও দুই ম্যাচ। সেখান থেকে পয়েন্ট হারালেও রানার্স-আপ পজিশন নড়চড় হবে না। তবে মারিও লেমসের দলের যে পয়েন্ট না হারানোর মিশন থাকবে, এটা বলার অপেক্ষা রাখে না।