টি-টোয়েন্টি ফরম্যাটে মেয়েদের লিগ, শুরু ১৬ আগস্ট

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশ নারী দলকে। এছাড়া অক্টোবরে ঘরের মাটিতে এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে। সে কারণেই কুড়ি ওভারের সংস্করণে নারী ক্রিকেটারদের প্রস্তুত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের দুটি টুর্নামেন্টে সালমা-রুমানাদের প্রস্তুতির জন্য ১২তম জাতীয় লিগ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

৮ বিভাগীয় দলের অংশগ্রহণে সিলেটে আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে লিগ। উইমেন্স উইংয়ের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৯ সালে জাতীয় লিগের সবশেষ আসরও হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন সিলেটের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিজেদের বিভাগে খেলার সুযোগ পাচ্ছেন না। তাদেরকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বণ্টন করা হবে।