কিউইদের বছরের প্রথম হারের স্বাদ দিলো ওয়েস্ট ইন্ডিজ

টানা দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ ম্যাচে অবশ্য হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে ক্যারিবীয়রা। তৃতীয় টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে ৮ উইকেটের সান্ত্বনার জয় পেয়েছে স্বাগতিক দল। এই হারে নিউজিল্যান্ডকে দেখতে হয়েছে বছরের প্রথম পরাজয়ের।

হোয়াইটওয়াশের চোখ রাঙানি থাকার পরেও ক্যারিবীয়রা নিয়মিত অধিনায়ক নিকোলাস পুরানকে বিশ্রামে পাঠানোর মতো সাহস দেখিয়েছে। নতুন কৌশলে খেলিয়েছে আবার একজন বাড়তি স্পিনারও। পরে দেখা গেছে সব মিলে বোলাররা ভালোই অবদান রাখলেন স্যাবিনা পার্কের স্লো পিচটায়। প্রথম দুই ম্যাচে রানের বন্যা বইয়ে দিতে পারলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৭ উইকেটে করতে পারে ১৪৫ রান! টস জেতার পরেও ক্যারিবীয় বোলিং তোপে ২৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেছেন গ্লেন ফিলিপস। অধিনায়ক কেন উইলিয়ামসনও ২৭ বলে ২৪ রানের ধীর গতির ইনিংস খেলেছেন। ওপেনার মার্টিন গাপটিল আবার ১৩ বলে মাত্র ১৫ রানের ইনিংস খেলে সংক্ষপ্ততম ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে ২৯ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ওডিন স্মিত। ২৮ রানে দুটি নিয়েছেন আকিল হোসেন। একটি করে নিয়েছেন ডমিনিক ড্রেকস ও হেইডেন ওয়ালশ।

জবাবে ব্র্যান্ডন কিং ও শামার ব্রুকসের ১০২ রানের ওপেনিং জুটিই জয়ের জন্য ছিল যথেষ্ট। দুজনের ব্যাটে ১৩.১ ওভারেই যোগ হয়েছে ১০২ রান। কিং ৩৫ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৩ রানে ফিরেছেন। অপরপ্রান্ত আগলে জয় নিয়ে মাঠ ছাড়তে সহায়তা করেছেন ব্রুকস। ৫৯ বলে ৩ ছয় ও ২ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ডেভন থমাস ৫ রানে ফিরলেও শেষটায় এক ওভার হাতে রেখে জয় নিশ্চিতে কার্যকরী অবদান রাখেন ভারপ্রাপ্ত অধিনায়ক রোভম্যান পাওয়েল। ১৫ বলে ২ চার ও ২ ছয়ে ২৭ রানে অপরাজিত থেকেছেন। জিমি নিশামের ১৯তম ওভারের শেষ বলে ছয় মেরে জয় নিশ্চিতও করেন তিনি।

কিউইদের হয়ে একটি করে উইকেট নেন টিম সাউদি ও ইশ সোধি। ম্যাচসেরা ব্র্যান্ডন কিং আর সিরিজসেরা গ্লেন ফিলিপস।