আফগানদের এশিয়া কাপের দলে শিনওয়ারি

এশিয়া কাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটের তারকাসমৃদ্ধ দলটির নেতৃত্বে থাকছেন মোহাম্মদ নবি। ফিরেছেন ৩৪ বছর বয়সী সামিউল্লাহ শিনওয়ারি। ১৭ সদস্যের দলে রয়েছেন লেগস্পিনার রশিদ খানও।

‘বি’গ্রুপে আফগানিস্তান বাংলাদেশের গ্রুপ সঙ্গী। দুবাইয়ে নবিদের প্রথম ম্যাচ ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। তার পর বাংলাদেশের মুখোমুখি হবে শারজায় ৩০ আগস্ট।

দীর্ঘ দিন পর ফেরা শিনওয়ারি ২০১০ সালে অভিষেক করার পর থেকে ৬৪টি টি-টোয়েন্টি খেলেছেন। অবশ্য ২০২০ সালের মার্চের পর আর কোনও ম্যাচ খেলেননি। সম্প্রতি আফগান ঘরোয়া টি-টোয়েন্টি শাপাগিজা ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্ম থাকাতেই নতুন করে ডাক পেয়েছেন তিনি।

কামব্যাক করেছেন বামহাতি রিস্ট স্পিনার নূর আহমেদও। জায়গা ধরে রাখতে পেরেছেন ইবরাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি ও নাভিন উল হক।

রিজার্ভ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাবেন পেসার নিজাম মাসুদ, স্পিনার কায়েস আহমেদ ও অলরাউন্ডার শরফুদ্দিন আশরাফ।

স্কোয়াড: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমারজাই, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি, হাশমতউল্লাহ শাহিদি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, নূর আহমেদ, রাহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি।