বাংলা টাইগার্সের আইকন সাকিব

আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। আগামী ২৩ নভেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলছে ছয় দলের এই প্রতিযোগিতাটি। সাকিব ছাড়াও দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর সাকিব এক বিবৃতিতে বলেছেন, ‘ক্রিকেটের সর্বশেষ ফরম্যাটে এটা হবে আমার প্রথম মৌসুম। আমি বাংলা টাইগার্সের সাথে যোগ দিতে পেরে দারুণ রোমাঞ্চিত। আমি নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভালোবাসি এবং এই টুর্নামেন্টটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। আশা করি এই চ্যালেঞ্জে আমি সফল হবো এবং বাংলা টাইগার্সের হয়ে নতুন ইতিহাস গড়বো।’

ফ্র্যাঞ্চাইজিটির মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেছেন, ‘সাকিব শুধু একজন খেলোয়াড়ই নন, বাংলাদেশ ক্রিকেটের প্রতীকও। আমরা আমাদের প্রথম মিশন থেকেই তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে আগ্রহী ছিলাম। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আমরা তাকে ছাড়াই দল গঠন করে আসছিলাম। সাকিব একজন ক্ষুরধার, অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ এবং প্রেরণাদায়ী খেলোয়াড় এবং সেই সাথে অধিনায়ক, যিনি ক্রিকেটারদের সবসময় লড়াইয়ের জন্য উজ্জীবিত করেন। সাকিবকে আমাদের আইকন প্লেয়ার হিসেবে পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত।’ 

সাকিব বাংলা টাইগার্সের একটি ছবি পোস্ট করে নিজের ফেসবুকে লিখেছেন, ‘টি-টেন লিগের পরের আসরের আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আনন্দিত। বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা ফ্র্যাঞ্চাইজির জন্য খেলা সবসময় দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে।’

এদিকে দলটিতে দ্বিতীয়বারের মতো কোচ হয়েছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া দলটির মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।