টি-টোয়েন্টিতে ৮ ধাপ এগিয়েছেন সাকিব

এশিয়া কাপ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে শেষ দিকে গিয়ে খেই হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উন্নতি হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান। আইসিসি প্রকাশিত নতুন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি।

আজ (বুধবার) র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। এর আগে গতকাল (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। এমন পারফরম্যান্সে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনারের। তার বর্তমান অবস্থান ১৯।

অনেকটা এগিয়ে গেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানও। বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৩ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে এখন রশিদ আছেন তিন নম্বরে। পেছনে ফেলেছেন আদিল রশিদ ও অ্যাডাম জাম্পাকে। তার ওপরে কেবল তাবরেজ শামসি ও জশ হ্যাজেলউড। 

অন্যদিকে বাংলাদেশের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিতে ভূমিকা রাখা মুজিব উর রহমান সেরা দশে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নেওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নেন এই স্পিনার। আর তাতেই চার ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ৯ নম্বরে।

এদিকে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পাকিস্তানকে হারানোর নায়ক তিনিই। ২৫ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা পঞ্চম স্থানে পৌঁছে গেছেন পান্ডিয়া।