ব্যাটে-বলে শীর্ষে যারা

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। এরপর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। 
এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের ওপেনার জ্যাক বার্নহাম। তিনি ৪ ম্যাচে ৩০৯ রান নিয়ে সবার উপরে রয়েছেন। যদিও কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গিয়ে প্লেট পর্বের চ্যাম্পিয়শিপের লড়াই মুখোমুখি হচ্ছে এখন ইংল্যান্ড। সি গ্রুপের গ্রুপ পর্বের খেলায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ড্যান লরেন্স ও জ্যাক বার্নহামের জোড়া সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে ইংল্যান্ড ৩ উইকেটে ৩৭১ রান করে ইংল্যান্ড। যা যুবাদের ওয়ানডে ক্রিকেট সর্বোচ্চ রানের জুটি। 

ব্যাটসম্যানদের তালিকায় ২০৮ রান করে নবম স্থানে আছেন বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

এদিকে বোলিং বিভাগেও সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের ডানহাতি ফাস্ট বোলার সাকিব মাহমুদ। তিনি ৪ ম্যাচে ১২৩ রান খরচ করে সর্বোচ্চ ১২টি উইকেট নিয়েছেন। বোলাদের তালিকায় ৯ উইকেট নিয়ে ৬ষ্ঠ স্থানে আছেন বাংলাদেশ পেস অলরাউন্ডার সাইফ উদ্দিন।

 শীর্ষ ৫ ব্যাটসম্যান

নাম

ম্যাচ

রান

সর্বোচ্চ

গড়

শতক./অর্ধশতক

জ্যাক বার্নহাম (ইংল্যান্ড)

৩০৪

১৪৮

১০৩.০০

২/০

ড্যান লরেন্স (ইংল্যান্ড)

২৯৭

১৭৪

৭৪.২৫

১/২

করিম জান্নাত (আফগানিস্তান)

২৫২

১৫৬

৬৩.০০

১/০

রিসহাব প্রান্ত (ভারত)

২৫২

১১১

৬৩.০০

১/২

সরফরাজ খান (ভারত)

২৪৫

৭৬

৮১.৬৬

০/৩

 

শীর্ষ ৫ বোলার

 

নাম

ম্যাচ

ওভার

রান

উইকেট

সেরা

সাকিব মাহমুদ (ইংল্যান্ড)

৩০.২

১২৩

১২

৪/৩৯

চাকাচাকা টিকোচোবা (ফিজি)

৩৪

২০২

১২

৬/৫৯

ররি অ্যান্ডার্স (আয়ারল্যান্ড)

৪১

১২৭

১১

৪/২১

শাহদাব খান (পাকিস্তান

৩৩.৪

১৩৮

১০

৪/৯

ওয়াসলি মেডভার্স (জিম্বাবুয়ে)

৪৫.৪

১৮৮

১০

৫/২৪



/আরআই/এমআর/