সিংহাসন ফিরে পেলেন সাকিব

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে হটিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান। এছাড়া এশিয়া কাপ দিয়ে সেঞ্চুরি খরা কাটানো বিরাট কোহলি বড় লাফ দিয়েছেন। আজ (বুধবার) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। সেখানে বেশ কিছু পরিবর্তন এসেছে।

এশিয়া কাপে ব্যাট-বলে নিষ্প্রভ ছিলেন নবী। তাতে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন আফগান অধিনায়ক। সেই সুযোগে প্রায় এক বছর পর হারানো সিংহাসন ফিরে পেয়েছেন সাকিব। এই মুহূর্তে সাকিবের রেটিং পয়েন্ট ২৪৮। অন্যদিকে ২ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছেন নবী।

এছাড়া এশিয়া কাপে শ্রীলঙ্কার ট্রফি জয়ে ভূমিকা রাখা ভানিন্দু হাসারাঙ্গা উঠে গেছেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে। গত সপ্তাহে সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে লেগ স্পিনে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পরে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন ১০ রান করে। শিরোপা লড়াইয়ের মঞ্চে ব্যাটে-বলে জ্বলে ওঠেন হাসারাঙ্গা। দলের বিপর্যয়ের সময় করেন ১ ছক্কা ও ৫ চারে ২১ বলে ৩৬ রান। পরে ২৭ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। কয়েক দিনের ব্যবধানে এর পুরস্কার পেলেন হাসারাঙ্গা।

শুধু অলরাউন্ডার র‌্যাঙ্কিং নয়, বোলারদের র‍্যাঙ্কিংয়েও ওপরে উঠেছেন হাসারাঙ্গা। তিন ধাপ এগিয়ে তার অবস্থান এখন ছয় নম্বরে। এই তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

কোহলি প্রায় তিন বছর পর প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন এশিয়া কাপে। সব মিলিয়ে ২৭৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ব্যাটার তিনি। তাতে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে আছেন ১৫ নম্বরে।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। তবে বাবর আজমকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম।