শুরুতে জয় পেলে বদলে যাবে বাংলাদেশ: মাশরাফি

টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ধরেই পায়ের নিচে মাটি পাচ্ছে না বাংলাদেশ দল। বিশ্বকাপ মঞ্চে নামার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল সাকিব আল হাসানের দল। ওখানেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ম-আপে ম্যাচেও হতাশ করেছে বাংলাদেশ। আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এই যখন অবস্থা, তখন বিশ্বকাপে সাকিবদের নিয়ে বাজি ধরার লোকের সংখ্যা কম। সাবেক অধিনায়ক মাশরাফি অবশ্য জানালেন একটি জয় পেলেই বদলে যাবে বাংলাদেশ।

আজ (বুধবার) সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে মাশরাফি দলের প্রতি শুভকামনা জানিয়েছেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটো ম্যাচ জিতে যাই, তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’

দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতেই মাশরাফির কূটনৈতিক উত্তর, ‘আমি ক্রিকেট ফলোর ভেতর ছিলাম না। এজন্য প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমাকে বিশ্বাস করুন, একটা খেলাও দেখার সুযোগ হয়নি। গতকাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে, দেখবো, তখন হয়তো কথা বলতে পারবো।’

শেষে মাশরাফি যোগ করেছেন, ‘সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলা হচ্ছে। ফল আমাদের পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’