অক্টোবরের প্লেয়ার অব দ্য মান্থ কোহলি  

অক্টোবর মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের খেতাব জিতেছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে চোখ ধাঁধানো পারফরম্যান্সই তাকে মাসসেরার খেতাব জিততে সহায়তা।  

মাস সেরার তালিকায় কোহলি ছাড়াও ছিলেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ক্রিকেটার- ডেভিড মিলার ও সিকান্দার রাজা। তিনজনের মধ্যে কোহলি-মিলার এবারই প্রথম মাসসেরার লড়াইয়ে স্থান পেয়েছিলেন। অর্থাৎ কোহলি এবারই প্রথম আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন।

গত মাসে চারটি ইনিংস খেলেছেন কোহলি। তার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮২ রানের ম্যাজিক্যাল ইনিংসটিও আছে। কোহলি নিজেও সেটাকে ক্যারিয়ারের সেরা ইনিংস বলে স্বীকৃতি দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে ৪ উইকেট হারানোয় একটা সময় মনে হচ্ছিল ম্যাচ থেকে তারা বুঝি ছিটকেই গেছে। কিন্তু মারকুটে ব্যাটার কোহলির দুর্ধর্ষ ব্যাটিংয়ে ম্যাচটায় পুরোপুরি ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। পরে তো অবিশ্বাস্য এক জয়ই তুলে নিয়েছে।   

তাছাড়া মাসের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষেও ৪৪ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস উপহার দিয়েছেন। 

মাসসেরার খেতাব জিতে কোহলি বলেছেন, ‘ভোটাভুটিতে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের খেতাব জিতে নিজেকে সম্মানিত মনে করছি। বিশ্ব জুড়ে থাকা ভক্ত ও প্যানেলের মাধ্যমে সেরা বিবেচিত হওয়াটা আমার জন্য বিশেষ কিছু।’