ফাইনালের অনফিল্ড আম্পায়ার এরাসমাস-ধর্মসেনা

প্রতি টুর্নামেন্টেই আলোচনায় থাকেন আম্পায়াররা। যাদের নিখুঁত সিদ্ধান্ত ম্যাচের গতিপ্রকৃতি ঠিক রাখতে যেমন সহায়তা করে। তেমনি বাজে সিদ্ধান্ত মুহূর্তেই উলট-পালট করে দিতে পারে সব। যেমনটা দেখা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের সুপার টুয়েলভ ম্যাচে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক ম্যাচেই আম্পায়াররা বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন। তাতে জড়িয়ে আছে মারাইস এরাসমাসের নাম। রবিবার বিশ্বকাপ ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

শুক্রবার আইসিসি ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে। এরাসমাস ছাড়াও অনফিল্ডে দায়িত্ব পালন করবেন আলোচিত আরেক লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও এরাসমাস-ধর্মসেনা অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

ক্রিস গ্যাফানি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকনে পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।

ফাইনালে ম্যাচ অফিশিয়াল যারা

ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে

অনফিল্ড আম্পায়ার: মারাইস এরাসমাস ও কুমার ধর্মসেনা

টিভি আম্পায়ার: ক্রিস গ্যাফানি

চতুর্থ আম্পায়ার: পল রাইফেল