’৯২ ফিরিয়ে আনতে চান বাবর

১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে কোনও রকমে সেমিফাইনালে উঠে পাকিস্তান। এরপরই মেলবোর্ন ক্রিকেটে গ্রাউন্ডে ইংল্যান্ডকে হারিয়ে ইমরান খানের দল ট্রফি জেতে। ৩০ বছর পরও একই প্রেক্ষাপটের সামনে দাঁড়িয়ে বাবর আজমের দল। চলমান বিশ্বকাপে অন্য দলের জয়-পরাজয়ের হিসাবে সেমিফাইনালে উঠে পাকিস্তান। রবিবার এই মেলবোর্নেই ফাইনালে মাঠে নামবে পাকিস্তান, প্রতিপক্ষ ৩০ বছর আগের ইংল্যান্ড! ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর জানিয়ে গেছেন, ‘৯২ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা।
 
১৯৯২ বিশ্বকাপের দুই বছর পর বাবরের জন্ম। পরবর্তীতে হয়তো ইমরান খান-ওয়াসিম আকরামদের এই কীর্তে টিভি কিংবা ইউটিউবে দেখেছেন। সেই বাবরের নেতৃত্বেই আরও একটি ইতিহাস রচনা করতে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচের আগে এমসিজির ইয়ারা পার্কে বসে বাবর বলেছেন, ‘হ্যাঁ, (১৯৯২ বিশ্বকাপের সঙ্গে) মিল তো আছেই। স্পষ্ট জানাতে চাই- আমরা ট্রফিটা জেতার চেষ্টা করবো।’

রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে। শিরোপা জয়ের মিশনে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাবর, ‘মাঠে এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন একটা মাঠে। ইনশাআল্লাহ, আগামীকালের (রবিবার) ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেবো।’

পাকিস্তানের ফাইনালের মঞ্চে যাওয়াটা মোটেও সহজ ছিল না। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর কঠিন সমীকরণে পড়ে যায় পাকিস্তান। ফলে গ্রুপের শেষ তিন ম্যাচ জয়ের পাশাপাশি অন্য দলগুলোর জয়-পরাজয়েও চোখ রাখতে হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেদারল্যান্ডস হারালে পাকিস্তানের পথটা সহজ হয়ে যায়। নিজেদের শেষ ম্যাচে তারা বাংলাদেশকে হারিয়েসেমিফাইনাল নিশ্চিত করে।

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে ১৯৯২ সালের ইতিহাস ফেরানোর অপেক্ষায় তারা। বাবরের ভাষায়, ‘দেখুন, প্রথম দুই ম্যাচ হারের মাশুল দিতে হয়েছিল। কিন্তু শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা এককথায় দুর্দান্ত। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও এটা ধরে রাখার চেষ্টা করবো।’