১৯৯২ সালে জিতলেও এবার টস জেতেনি পাকিস্তান 

বৃষ্টির আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু মেলবোর্নে টসটা হয়ে গেলো কোনও ঝামেলা ছাড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। 

পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য ইতিহাসের পুনরাবৃত্তির প্রত্যাশা করে বসে আছেন। টসের পর বলেছেন, ‘যথেষ্ট রান তোলার চেষ্টা থাকবে। পুরো দল যেভাবে খেলেছে অসাধারণ। আরেকটা কথা, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।’

পাকিস্তান অধিনায়ক যেভাবে বলেছেন, সেই ইঙ্গিত কিন্তু টসের সময় মিললো না। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান টস জিতেছিল। শুরুতে ব্যাট করেছিল যদিও। সেই ম্যাচটায় ইংলিশদের হারিয়েই প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত শিরোপা জেতায় তা ক্রিকেট ইতিহাসে মিরাকল অব নাইন্টি টু নামে অমর হয়ে আছে। বাবর আজমরা সেটারই পুনরাবৃত্তি চাইছেন আবার। 

ইংলিশ অধিনায়ক জশ বাটলার কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখেই শুরুতে বোলিং নিয়েছেন।  টসের পর বলেছেন, ‘দুই দলই দুর্দান্ত ফর্মে। উইকেটও ভালো মনে হচ্ছে। যেহেতু আবহাওয়ার একটা বিষয় ভাবাচ্ছে, তাই শুরুতে বোলিং নিয়েছি।’

ইংল্যান্ড ও পাকিস্তান দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। 

ইংল্যান্ড একাদশ: জশ বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ। 

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহীন আফ্রিদি।