রোহিত-কোহলিদের জরিমানা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে ভারত। হারের ক্ষত শুকানোর আগে আরও একটি খারাপ খবর শুনতে হলো পুরো দলকে। স্লো ওভাররেটের কারণে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। সন্ধ্যায় আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবারের ম্যাচে স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এই কারণে ক্রিকেটারদের ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়। আইসিসির রেফারি রঞ্জন মাধুগালে এই শাস্তির কথা ঘোষণা করেন। ভারতীয় ক্রিকেট দল তাদের নির্ধারিত সময়ের চেয়েও ৪ ওভার বেশি করার সময় নিয়েছিল। যে কারণে ওভারপ্রতি ২০ শতাংশ করে মোট ৪ ওভারের জন্য ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যাচ রেফারি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অপরাধ স্বীকার করে নেওয়ার শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির খেলোয়াড় আচরণবিধির ২.২ ধারায় বলা হয়েছে, যদি কোনও দল তাদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ব্যয় করে এবং সেই সময়গুলোকে ওভার দিয়ে হিসাব করা হবে। তাতে প্রতি ওভারের জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হবে।

রবিবার সাকিব-এবাদতের দারুণ বোলিংয়ের সামনে ১৮৬ রানে অলআউট হয় ভারত। সহজ লক্ষ্যে খেলতে নেমে খেই হারানো বাংলাদেশ জয়ের বন্দরে নিয়ে যায় মিরাজ-মোস্তাফিজের অবিশ্বাস্য জুটি। তাদের ৫১ রানের জুটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।