পাওয়ার প্লেতেই এনামুল-লিটনের বিদায়  

প্রথম ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়ে ভালো শুরুর বার্তাই দিচ্ছিল। দ্বিতীয় ওভারে প্রথম বলে ফ্লিক করে দারুণ একটি চার মারেন এনামুল। দ্বিতীয় বলে ড্রাইভ করে পেয়েছেন আরও একটি। কিন্তু তার ইনিংস স্থায়ী হয়নি বেশিক্ষণ। তার বিদায়ের পর সাজঘরে ফিরেছেন লিটন দাসও। তাতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে বাংলাদেশ। ১২ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৪৭।

ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত (১৬) ও সাকিব আল হাসান (৫)।

দারুণ শুরুর পর দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন এনামুল। চতুর্থ বলে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন। পরের বলে অবশ্য সাজঘরে ফিরতে হয়েছে ডানহাতি ব্যাটারকে। মোহাম্মদ সিরাজের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েছেন। ৮ বলে ২ চারে করেছেন ১১ রান।  এরপর শান্ত ও লিটন মিলে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু দশম ওভারে সিরাজের বলটি লাইন মিস করে বোল্ড হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা লিটন এদিন ২৩ বলে ৭ রান করেছেন।

সাত বছর পর ভারতের বিপক্ষে আরও একটি সিরিজ জয়ের হাতছানি। আজ না জিতলেও বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ থাকবে। সেক্ষেত্রে চট্টগ্রামে আগামী ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে হবে অলিখিত ফাইনাল।

দুই দলেই পরিবর্তন আনা হয়েছে আজ। বাংলাদেশ দলে খেলা হচ্ছে না হাসান মাহমুদের। তার জায়গায় এসেছেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। ভারতের দলে পরিবর্তন দুটি। ফিরেছেন অক্ষর প্যাটেল। তার জায়গায় বাদ পড়েছেন শাহবাজ। কুলদীপ সুস্থ না থাকায় তার জায়গায় পেসার উমরান মালিক একাদশে স্থান পেয়েছেন।