উইকেটরক্ষক লিটন হয়ে গেলেন অফ স্পিনার!

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন দেখা গেলো অবাক করার মতো ঘটনা। উইকেটকিপার লিটন দাস ব্যাটার হিসেবেই পরিচিত। আগে কখনো আন্তর্জাতিক অঙ্গনে তাকে বোলিং করতে দেখা যায়নি। কিন্তু সাদা পোশাকে দ্বিতীয় সেশনে সেই লিটনই হয়ে উঠলেন অফস্পিনার।

লিটনের মতো কিপার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে বোলিং করতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনি, রশিদ লতিফদের। এবার এই তালিকায় লিটনের নামটিও যুক্ত হলো।

পিঠের ইনজুরিতে এবাদত হোসেন বোলিং করতে না পারাতেই অপশন কমে যায় সাকিবের। অধিনায়ক নিজেও আগের দিন থেকে বল হাতে নিতে পারছেন না। ফলে টেস্টের তৃতীয় দিন তিন বিষেশজ্ঞ স্পিনারের বাইরে কোনও বিকল্প তার হাতে ছিল না। দ্বিতীয় উইকেটে শুভমান গিল ও চেতেশ্বর পূজারা যখন বড় জুটির পথে এগুচ্ছিলেন; তখন অনিয়মিত বোলারদের দিয়েই কাজ সামলেছেন। তাই ইয়াসির আলী রাব্বিকে প্রথমবারের মতো টেস্টে বল হাতে নিতেও দেখা গেছে। তখনও সাফল্য না মেলায় উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে ডেকে এনেছেন।

শুক্রবার ইনিংসের ৪০ তম ওভারে লিটন বল হাতে নিয়েছেন। পরে করেছেন আরও একটি। প্রথম ওভারে ২ রান খরচ করা লিটন পরের ওভারে ১১ রান দিয়েছেন। ২ ওভারে ১৩ রান দিয়েও অবশ্য উইকেট পাননি।

প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তেমন বোলিং করার অভিজ্ঞতা লিটনের নেই। এর আগে একবারই বল হাতে নিয়েছিলেন। প্রথম শ্রেণির সেই ম্যাচে ৩ ওভার বোলিং করে ১৪ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলার হিসেব নাম লিখিয়েও উইকেটের দেখা পেলেন না।

বাংলাদেশ দলে খেলা তিন উইকেটকিপার ব্যাটারের মধ্যে লিটনই প্রথম নন। মুশফিক ও সোহানও বোলিং করেছেন। প্রথম শ্রেণির ম্যাচে সব মিলিয়ে ১৫ ওভার বোলিং করা মুশফিক একটি উইকেট পেয়েছেন। একই ফরম্যাটে ৫ ইনিংসে ৬ ওভার বোলিং করেছেন সোহান। তারও উইকেট একটি।