X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরিজ জিতে পাকিস্তান যেতে পারবে বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৩:০০আপডেট : ২১ মে ২০২৫, ১৩:১৫

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি রুপ নিয়েছে তিন ম্যাচের। দুই ম্যাচ ইতোমধ্যে ১-১ সমতা। ফলে আজ বুধবার অনুষ্ঠেয় তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। যে দল জিতবে তারাই সিরিজ নিজেদের পকেটে পুড়বে। 

 

স্বাগতিক আরব আমিরাত দুই ম্যাচেই দারুণ ক্রিকেট খেলেছে। অভিজ্ঞতার কারণে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে। বুধবার তৃতীয় ম্যাচটিতে তাই জমজমাট লড়াইয়ের অপেক্ষা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে অলিখিত ফাইনাল। টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

 

গুরুত্বপূর্ণ ম্যাচে সফরকারীদের শঙ্কার বিষয় ব্যাটিং। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি। পারভেজ হোসেনের সেঞ্চুরিতে ভর করে ১৯১ রান করতে পেরেছিল বাংলাদেশ। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সবাই হয়েছিলেন ব্যর্থ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে কিছুটা উন্নতি হলেও ফিনিশিংটা ভালো হয়নি। ফলে ২০৫ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আজও একই ভেন্যুতে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষায় বসতে হবে। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান পারভেজ ইমনকে বিশ্রাম দিয়ে খেলানো হয় নাজমুল হোসেন শান্তকে। যদিও সাবেক এই অধিনায়ক ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ব্যর্থ হয়েছেন। আজ একাদশে ফিরতে পারেন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরিয়ান ইমন। এর বাইরে একাদশে আরও একটি পরিবর্তন আসলেও  আসতে পারে। অভিষিক্ত নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে ফেরানো হতে পারে হাসান মাহমুদকে।  আগের ম্যাচের বোলারদের অসহায় আত্মসমর্পণ দৃষ্টিকটূ লেগেছে। আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিম বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেছেন।

 

শুধু বোলিং নয়, ফিল্ডিংয়ে ভুগছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশি ফিল্ডারদের পিচ্ছিল হাত ফসকে বল বেরিয়ে গেছে। এই জায়গা উন্নতি জরুরি। নয়তো আরও একবার পঁচা শামুকে পা কাটতে হবে। বিপরীতে আরব আমিরাতের জন্য দারুণ কিছুর হাতছানি। এখন অব্দি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়েছিল তারা। বুধবার বাংলাদেশকে হারাতে পারলে নতুন ইতিহাস রচনা হবে। 

 

অথচ আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে আরব আমিরাতের সঙ্গে সিরিজ ছিল না বাংলাদেশের। পাকিস্তানে যাওয়ার আগে প্রস্তুতির অংশ হিসেবে তারা মূলত সিরিজ খেলতে নেমেছিল। কিন্তু খেলতে নেমে ‘ইজ্জ্বত’ হারানোর মতো অবস্থা। বুধবার অলিখিত ফাইনালে প্রবল চাপের এই ম্যাচটি জিততে পারলে বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তান যেতে পারবে। নয়তো আরও চাপ ঘিরে ধরবে লিটন দাসের দলকে। এখন অপেক্ষা সেই চাপকে পেছনে ফেলার।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, বাদ শাহীন-বাবর
‘হয় জিতবো অথবা হেরে যাবো, ড্র করা যাবে না’
শিবলীর সেঞ্চুরিতে বাংলাদেশ ইমার্জিংয়ের সংগ্রহ ২৩৩
সর্বশেষ খবর
নতুন শপথ বাক্য পাঠ করানোর নির্দেশনা
নতুন শপথ বাক্য পাঠ করানোর নির্দেশনা
অন্তরর্বর্তী সরকার দৃশ্যমান কোনও সংস্কার করতে পারেনি: সাইফুল হক
অন্তরর্বর্তী সরকার দৃশ্যমান কোনও সংস্কার করতে পারেনি: সাইফুল হক
ক্রাইসিস ম্যানেজমেন্টে পুরোপুরি ব্যর্থ সরকার: বাংলাদেশ এলডিপি
ক্রাইসিস ম্যানেজমেন্টে পুরোপুরি ব্যর্থ সরকার: বাংলাদেশ এলডিপি
৪৬ বিসিএসের লিখিত এবং ৪৭ বিসিএসের প্রিলি পরীক্ষার নতুন সূচি
৪৬ বিসিএসের লিখিত এবং ৪৭ বিসিএসের প্রিলি পরীক্ষার নতুন সূচি
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে তালিকা প্রকাশ জুলাই ঐক্যের
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে তালিকা প্রকাশ জুলাই ঐক্যের