হেলমেট আছাড় মেরে আচরণবিধি ভেঙেছেন শান্ত

বিপিএলে ব্যাট হাতে ম্যাচসেরা পুরস্কার প্রাপ্তির দিনে আচরণবিধি ভঙ্গের শাস্তিও পেতে হলো নাজমুল হোসেন শান্তকে। মেজাজ হারিয়ে হেলমেট আছাড় মারার দায়ে তিরস্কৃত হয়েছেন তিনি। পাশাপাশি আচরণবিধিতে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে স্বাগতিক সিলেটের ম্যাচের সময়ই এটি ঘটেছে। ৪৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শান্ত। স্পিনার নিহাদুজাম্মানের বলে টানা দুই বলে চার ও ছক্কা মারার পর ক্রিজ থেকে বের হয়ে স্টাম্পড হলে আউট হয়েছেন তিনি। পরবর্তী প্রতিক্রিয়ায় বোঝা গেছে ঠিক ওই সময় এভাবে আউট হতে চাননি তিনি। তাই মেজাজ হারিয়ে বসেন বাউন্ডারি লাইন অতিক্রমের পর। সজোরে মাটিতে ছুড়ে মারেন নিজের হেলমেট।

ম্যাচ শেষে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যাকে বলা হচ্ছে ক্রিকেট উপকরণের প্রতি অসম্মান কিংবা এর অপব্যবহার। অফিশিয়ালদের অভিযোগের ভিত্তিতে শাস্তির ঘোষণাটি দিয়েছেন ম্যাচরেফারি দেবব্রত পাল। শান্ত সেটি মেনে নেওয়ায় কোনও শুনানির প্রয়োজন পড়েনি।

পাশাপাশি এই ঘটনায় শান্তর আচরণবিধিতে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। যা এবারের বিপিএলে তার প্রথম। শান্তর মেজাজ হারানোর ম্যাচটি আবার সিলেট ৭ উইকেটে জিতেছে।