নিজের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি সাকিবের কণ্ঠে

বিপিএলের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে প্রতিপক্ষের ব্যাটারদের শাসন করেছেন অবিশ্বাস্যভাবে। চলতি বিপিএলে যেন তরুণ সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে। যদিও শেষ দুই ম্যাচে রান পাননি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২ রানের পর আজ (মঙ্গলবার) ঢাকা ডমিনেটরসদের বিপক্ষে ৫ রানে আউট হয়েছেন সাকিব। শেষ দুই ইনিংসের ব্যর্থতায় নিজের পারফরম্যান্স নিয়ে হতাশা ব্যক্ত করেছেন বরিশালের অধিনায়ক।

বিপিএলে ৮ ইনিংসে ৫১.৮৩ গড়ে ৩১১ রান করেছেন সাকিব। স্ট্রাইক রেট ১৮৫.১১। ৩৩ চারের সঙ্গে রয়েছে ১৬ ছক্কা। সাকিবের এমন আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ সবাই, চারদিকে উচ্ছ্বাসও ছড়িয়ে পড়েছে। যদিও সাকিব মনে করেন বলার মতো পারফরম্যান্স এখনও করতে পারেননি তিনি।

ঢাকার কাছে ৫ উইকেটে হারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেছেন, ‘আসলে ওরকম… যতটা বলছেন আমার কাছে মনে হয় না এতটাও ভালো অবস্থায় আছি। ভালো যাচ্ছিল। শেষ কয়েকটি ম্যাচে ওরকম ব্যাটিং করিনি। আশা করছি আবার যেন ভালো করে ব্যাটিংটা করতে পারি। যেভাবে ব্যাটিংটা শুরু করেছিলাম টুর্নামেন্টে, শেষ পর্যায়ে এসে যেন ওভাবে শেষ করতে পারি।’

সাকিবের বিপিএল শুরু হয়েছিল ৬৭ রানের ঝকঝকে ইনিংসে। এরপর তার ইনিংসগুলো ছিল ৯, ৮১*, ৮৯* ও ৩০। শেষ তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৯, ২ ও ৫। ব‌্যাটিংয়ে স্টান্স পরিবর্তন করেই সফল হচ্ছেন সাকিব। সময়টাকে উপভোগ করছেন বলে জানালেন সাকিব, ‘ভালো লাগে। উপভোগ করি।’

ব্যাটিংয়ে ভালো করলেও বোলিং হচ্ছে সাদামাটা। ৯ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা ৬টি। নিজের বোলিং নিয়ে সাকিব বলেছেন, ‘অনুশীলন তো সব সময় করাই হয়। কোনও কিছু যদি মনে হয় একটু বেটার করা লাগবে সেগুলো তো ট্রেনিং করার চেষ্টা করি। কোনওটা কাজে আসে, কোনওটা আসে না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া।’