ভারতের ২৩৪ রানের পর কিউইরা অলআউট ৬৬ রানে!

আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচটা রেকর্ড গড়ে জিতেছে ভারতীয় দল। তৃতীয় টি-টোয়েন্টিতে ২৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে কিউইদের ১২.১ ওভারে ৬৬ রানেই স্বাগতিকরা গুটিয়ে দিয়েছে। তাতে হার্দিক পান্ডিয়ারা জিতেছে ১৬৮ রানের বড় ব্যবধানে। দুই পূর্ণ সদস্য দেশের মাঝে এত বড় ব্যবধানে জয়ের নজির এটাই প্রথম। রেকর্ড গড়া ম্যাচ জিতে হার্দিক পান্ডিয়ারা সিরিজও নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে।  

শুরুতে বড় স্কোরের মঞ্চ গড়ে দিয়েছেন শুবমান গিল। ভারত টস জিতে ব্যাট করতে নামলে তার ৬৩ বলে করা অপরাজিত ১২৬ রানের বিস্ফোরক ইনিংসে ৪ উইকেটে ২৩৪ রান তুলেছে। শুরুটা যদিও ভালো ছিল না। দ্বিতীয় ওভারে ১ রানে সাজঘরে ফিরে যান ওপেনার ইশান কিশান। প্রান্ত আগলে তার পর কিউইদের ওপর একাই শাসন করেছেন গিল। তার সঙ্গী হওয়া রাহুল ত্রিপাঠি দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেছেন। তাছাড়া সূর্যকুমার ১৩ বলে ২৪ ও অধিনায়ক পান্ডিয়া ১৭ বলে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলে অবদান রেখেছেন। 

শুভমানের ১২৬* রান আবার টি-টোয়েন্টিতে ভারতীয় কোনও ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছয়। ম্যাচসেরাও তিনি। ৬৬ রান ও ৫ উইকেট নিয়ে সিরিজসেরা পান্ডিয়া।  

নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল, ব্লেয়ার টিকনার, ইশ সোধি ও ড্যারিল মিচেল। 

তার পর কিউইদের ব্যাটিং লাইনআপে ধস নামাতে নতুন বলে মূল অবদানটা ছিল হার্দিক পান্ডিয়ার। শুরুর পঞ্চম বলেই ফিন অ্যালেনকে ফিরিয়েছেন। তার পর ১৬ রানে ৪ উইকেট নিয়ে তিনি ছিলেন সেরা বোলার। তাছাড়া দুটি করে উইকেট নেন আরশদ্বীপ সিং, উমরান মালিক ও শিভাম মাভি। 

ব্যাটিং ধসের বিপরীতে ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন কেবল ড্যারিল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার। মিচেল ২৫ বলে ৩৫ রান করেছেন। স্যান্টনার করেছেন ১৩।