ভারতে ভিসা জটিলতার সমাধান হয়েছে খাজার

অস্ট্রেলিয়ার নাগরিক হলেও উসমান খাজা পাকিস্তান বংশোদ্ভূত। ঠিক এই কারণে কম ভোগান্তি পোহাতে হচ্ছে না তাকে। ভারত সফরে আবার ভিসা জটিলতার মুখে পড়েছেন তিনি। শেষ পর্যন্ত দেরি করে হলেও ভিসা পাওয়ায় ভারতের বিমানে উঠতে পেরেছেন।

ভারত সফরে দুইভাগে এসেছে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটাররা। খাজা সেই দলের অংশ হয়ে বুধবার আসতে চাইলেও ভিসা জটিলতায় সফরে আসাটা বিলম্বিত হয়েছে।

শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, খাজার ভিসা নিশ্চিত হয়েছে। এদিন সকালের ফ্লাইটেই মেলবোর্ন থেকে বেঙ্গালুরুর পথে রওয়ানা হয়েছেন অজি ওপেনার।

বুধবার সোশ্যাল মিডিয়াতেও পথে আটকে থাকার সংবাদটি দিয়েছেন খাজা। বৃহস্পতিবার জটিলতার অবসান হওয়ায় বিমানে বসে থাকার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ভারত, আমি আসছি।’

সফরকারীদের ক্ষেত্রে একমাত্র খাজার বেলাতেই সমস্যাটি হয়েছে। আগেও এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। ২০১১ সালে বিলুপ্ত ঘোষিত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি খেলতে গেলে ভিসা জটিলতার সম্মুখীন হন অজি ওপেনার।