নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের মেয়েদের

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। আগের দুই ম্যাচে কিছুটা লড়াই করলেও কিউইদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। শুক্রবার কিউই মেয়েদের বিপক্ষে ৭১ রানের হারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীদের।

কেপ টাউনে নিউজিল্যান্ড আগে ব্যাটিংয়ে করে বাংলাদেশকে ১৯০ রানের বিশাল লক্ষ্য দেয়। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে জ্যোতির দল ৮ উইকেট হারিয়ে করতে পারে ১১৮। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ২২ বলে ৪ চারে সর্বোচ্চ ৩১ রান করেছেন। ৩৮ বলে ৩ চারে মোর্শেদার ব্যাট থেকে আসে ৩০ রান। শামীমা সুলতানার ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
 
কিউই বোলারদের মধ্যে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন ইডেন কারসন। এ ছাড়া ১৫ রানে ২টি উইকেট নেন হান্না রো।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড বার্নাডিন ও সুজির ওপেনিং জুটিতে ৭৭ রান তোলে। বার্নাডিন ২৬ বলে ৪৪ রান করে আউট হন। দ্রুত অ্যামেলিয়া কেরকে (১৬) ও সোফি ডিভাইনিকে (০) ফেরালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ দল। চতুর্থ উইকেটে সুজি ও ম্যাডি গ্রিন ভেগায়রের ৮২ রানের জুটিতে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। সুজি ৬১ বলে ৭টি চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৮১ রানে। আর গ্রিন ২০ বলে ৭ চারে অপরাজিত থাকেন ৪৪ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা খাতুন দুটি এবং স্বর্ণা আক্তার একটি উইকেট নিয়েছেন।