X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ২০:৩৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২০:৩৫

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। মঙ্গলবার আশায় ছিল দ্বিতীয় ম্যাচটিতে তারা ঘুরে দাঁড়াবে। কিন্তু বৃষ্টির বাধায় সেটাও হলো না! এদিন আগে ব্যাটিং করে ভারতকে ১২০ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। জবাবে ৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত ৪৭ রান তুলতেই বৃষ্টি নামে। তার পর মাঠে গড়ায়নি খেলা! ফলে ম্যাচটা নিষ্পত্তি হয়েছে বৃষ্টি আইনে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানের জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ১২০ রানের লক্ষ্য দিতে পারে। সহজ এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ভারতের ওপেনার শেফালী ভার্মাকে সাজঘরে ফেরান পেসার মারুফা আক্তার। যদিও তাতে খুব বেশি প্রভাব পড়েনি। দ্বিতীয় উইকেটে স্মৃতি মান্ধানা ও দায়ালান হেমালাতা মিলে শক্ত প্রতিরোধ গড়েন। ৫.২ ওভারে ৪৭ রান তোলার পর নামে বৃষ্টি। এরপর বৃষ্টি না কমায় ম্যাচ রেফারি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে জয়ী ঘোষণা করেন। স্মৃতি ৫* ও হেমালাতা ৪১* রানে অপরাজিত ছিলেন।

প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। তারপর ভালোই খেলছিলেন সোবহানা মোস্তারি ও মোর্শেদা খাতুন। কিন্তু ৬ষ্ঠ ওভারে বলের লাইন মিস করে খেলতে গিয়ে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন লম্বা সময় ধরে অফফর্মে থাকা সোবাহানা। আজ ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলে আউট হন তিনি। প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও বাংলাদেশ স্কোরবোর্ডে তুলতে পারে ৪৩ রান।

সোবাহানার আউটের পর অধিনায়ক জ্যোতি ক্রিজে নামেন। আগের ম্যাচে লড়াকু হাফসেঞ্চুরির পর তার কাছে বড় প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন তিনি। রাদা যাদবের ঘূর্ণিতে ১১ বলে ৬ রান তুলে এলবিডাব্লিউর শিকার হন বাংলাদেশের অধিনায়ক। এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মোর্শেদা।  ১১তম ওভারের বৃষ্টিও হানা দেয় ম্যাচে।

বিরতির পর ৬ষ্ঠ উইকেটে রিতু মনিকে সঙ্গে নিয়ে মোর্শেদা ৩২ রানের জুটি গড়েন। রিতু ১৮ বলে ২ চারে ২০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন।  তখন দলের স্কোর একশ ছাড়িয়েছে।  

১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১৪ রান। কিন্তু শেষ দুই ওভারে রানই তুলতে পারেনি ব্যাটারা। ৪৯তম ওভারের প্রথম বলে মোর্শেদা রান আউটে কাটা পড়েন। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। শেষ পাঁচ বল মোকাবেলা করেন ফারিয়া ইসলাম। একটি রানও তিনি নিতে পারেননি। শেষ দুই ওভারের ব্যর্থতায় সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস গিয়ে থামে ১১৯ রানে।  

ভারতের বোলারদের মধ্যে রাধা যাদব ১৯ রানে তিন উইকেট নিয়ে দলের সেরা বোলার। এছাড়া দিপ্তী শর্মা ও শ্রেয়াঙ্কা পাতিল প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন পূজা বস্ত্রাকার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’
ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
সর্বশেষ খবর
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
সর্বাধিক পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া