শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে। তিন জাতির এই অনূর্ধ্ব-১৯ ওয়ানডে প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা হয়েছে বাজেভাবে। বিব্রতকর ব্যাটিংয়ের পর ৭ উইকেটে হেরেছে তারা।
মাত্র ৭৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ২৩তম ওভার শেষ হওয়ার এক বল আগেই গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ ১৭ রান আসে একস্ট্রা থেকে। ব্যাট হাতে ১৬ রান করে বাংলাদেশের সেরা পারফর্মার আশিকুর রহমান শিবলি। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন ওয়াসি সিদ্দিক। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
ষষ্ঠ ওভারে শিবলি ফেরার পর থেকে ধস শুরু। বশির আহমেদ আফগান ভাঙেন ২৫ রানের জুটি। এই বোলার তার পরের ওভারে নেন তিন উইকেট! আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ প্রথম পাঁচ উইকেট হারায় ৩০ রানে।
ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ২৮ রানের জুটি হয়। এরপর ১৭ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।
বশির সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি পান কাহলিল আহমেদ।
ছোট্ট লক্ষ্যে নামা আফগানিস্তানকে একটু কাঁপিয়ে দেন রোহানাত বর্ষণ, প্রথম দুই ওভারে নেন তিন উইকেট। ২১ রানে তিন ব্যাটসম্যানের বিদায়ের পর সোহেল খান জুরমাতি (৩৩*) ও মোহাম্মদ হারুন খানের (২১*) অপরাজিত ৫৬ রানের জুটিতে দশম ওভারেই জিতে যায় আফগানরা। ৩ উইকেটে তারা করে ৭৭ রান।
এই সিরিজে প্রতিটি দল একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ দুটি দল ৩০ মার্চ খেলবে ফাইনাল।
আগামী সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।