শনিবার ফের শুরু টাইগারদের ক্যাম্প

যুব বিশ্বকাপ শেষ হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এখন প্রস্তুতি এশিয়া কাপের। ইতিমধ্যেই বাছাইপর্বের দলগুলো চলে এসেছে বাংলাদেশে। শুক্রবার সহযোগী ৪টি দেশ এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার মিশনে নামছে। বাকি দলগুলো ২৪ ফেব্রুয়ারি মূল পর্ব শুরু হওয়ার আগেই চলে আসবে।এশিয়া কাপ দল
এশিয়া কাপে ২৪ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এশিয়া কাপের মূল পর্ব আগামী বুধবার শুরু হলেও বাছাইপর্ব শুরু হচ্ছে শুক্রবার থেকে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য খুলনায় ও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প শেষ করে গত মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন তারা।

চট্টগ্রামে ক্যাম্প শেষে তিন দিনের ছুটিতে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়া কাপের জন্য বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন শুরু হবে শনিবার। তিন দিনের বিশ্রাম শেষ করে শনিবার থেকে টাইগাররা এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি জন্য অনুশীলনে নেমে পড়বেন। 

এদিক জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। শনিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে থাকবেন তারা। এশিয়া কাপ খেলছেন না তামিম তামিম ইকবাল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য শিগগিরই ব্যাংকক যাবেন তিনি। 

এশিয়া কাপের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, আবু হায়দার, নুরুল হাসান।

/আরআই/এমআর/