বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করলো প্রোটিয়া দল

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে দক্ষিণ আফ্রিকার কাছে নেদারল্যান্ডসের বিপক্ষে বাকি থাকা দুই ওয়ানডে ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডাচদের ৮ উইকেটে হারিয়ে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে প্রোটিয়া দল। সুপার লিগে এখন আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান ৮৮ পয়েন্ট প্রোটিয়াদের। শেষ ওয়ানডেতে জয়ের পাশাপাশি আশায় থাকতে হবে মে মাসের আসন্ন সিরিজে আয়ারল্যান্ড যেন অন্তত একটি ওয়ানডে বাংলাদেশের কাছে হারে।

বড় জয়ে মূল কৃতিত্ব প্রোটিয়া বোলারদের। বেনোনিতে টস জিতে শুরুতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। ডাচদের শুরুটাও খারাপ ছিল না। ওপেনিং জুটিতে ৫৮ রান যোগ করেছেন বিক্রম জিৎ সিং ও ম্যাক্স ও’ডাউড। ডাউডকে (১৮) ফিরিয়েই ব্রেক থ্রু এনে দেন পেসার সিসান্দা মাগালা। জুটি ভেঙে আরেক ওপেনার বিক্রমজিৎকেও (৪৫) এই পেসার সাজঘরে ফেরালে ছন্দ হারিয়ে ফেলে সফরকারী দল। প্রোটিয়া বোলিং তোপে পরে তারা আর দাঁড়াতেই পারেনি। ৪৬.১ ওভারে ১৮৯ রানে অলআউট হয়েছে। স্কোর এত দূর পর্যন্ত নিতে অবদান রেখেছেন তেজা নিদামানুরু। সর্বোচ্চ ৪৮ রান করেছেন।  

৩৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মাগালা। ২৫ রানে ৩টি নিয়েছেন তাবরাইজ শামসিও। ২৪ রানে দুটি নিয়েছেন আইনরিখ নর্কিয়া। একটি করে শিকার মার্কো ইয়ানসেন ও এইডেন মারক্রামের।

জবাবে ১৮ রানে কুইন্টন ডি কককে হারিয়ে ধাক্কা খেয়েছিল স্বাগতিক দল। সেই ধাক্কা সামলেছেন অধিনায়ক তেম্বা বাভুমা ও রাসি ফন ডার ডুসেন। ডুসেন ৩১ রানে আউট হলেও বাভুমা-মারক্রামের ১০২ রানের অবিচ্ছিন্ন জুটিই তাদের জয়ের জন্য ছিল যথেষ্ট। ২ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ৩০ ওভারে জয় নিশ্চিত করেছে।

বাভুমা ৯০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। মারক্রামও দেখা পেয়েছেন ফিফটির। অপরাজিত ছিলেন ৫১ রানে। বাভুমার ৭৯ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ১ ছয়ের মার। মারক্রামের ইনিংসটি ছিল ৩৯ বলে সাজানো। তাতে ছিল ৭টি চার ও ১টি ছয়।