গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশের কিউরেটর

নিজ দেশে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের ভারতীয় পিচ কিউরেটর প্রবীন হিঙ্গানিকর। ঘটনাস্থলেই নিহত হয়েছেন তার স্ত্রী। 

বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ শেষে ছুটিতে ভারতে ছিলেন বিসিবির কিউরেটর হিঙ্গানিকর। মঙ্গলবার বিকাল ৪টায় পুনে থেকে নাগপুর যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হিঙ্গানিকরের দুর্ঘটনায় পড়ার কথা নিশ্চিত করেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুনে থেকে নাগপুরে ফিরছিলেন হিঙ্গানিকর ও তার স্ত্রী। সমৃদ্ধি মহাসড়কের মেহকার নামক জায়গায় একটি কন্টেইনারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় হিঙ্গানিকরই গাড়ি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ। দুর্ঘটনার পরপরই মেহকার পুলিশ স্টেশন উদ্ধারে নামে। ওখানেই মারা যান স্ত্রী সূবর্ণা। এপিআই অরুন বাকেল হিঙ্গানিকরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান।  

২০১৮ সালে হিঙ্গানিকরকে কিউরেটর পদে নিয়োগ দেয় বিসিবি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ পেলেও বাড়তি দায়িত্ব হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেরও তত্ত্বাবধায়ন করছেন তিনি।