বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা টেক্টরের র‌্যাঙ্কিংয়ে ইতিহাস

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে আয়ারল্যান্ড। দল হারলেও তাতে পাদপ্রদীপের আলোয় ছিলেন আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর। সিরিজের সর্বাধিক রান সংগ্রহের পর ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তার। জায়গা করে নিয়েছেন সেরা দশে।

চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতেই তাণ্ডব চালিয়েছিলেন টেক্টর। ক্যারিয়ার সেরা ১৪০ রানের ইনিংসে আইরিশদের স্কোরবোর্ডে জমা পড়ে ৬ উইকেটে ৩১৯। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটা তারা বাংলাদেশের কাছে হেরেছে ৩ উইকেটে। তৃতীয় ওয়ানডেতেও তার ব্যাট থেকে আসে ৪৫ রান। ২০৬ রান নিয়ে সিরিজের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। তাতে র‌্যাঙ্কিংয়ে রেটিং ৭২ পয়েন্ট বাড়ায় বড় লাফ দিয়েছেন। অবস্থান করছেন সাত নম্বরে। ওয়ানডেতে আয়ারল্যান্ডের কোনও ব্যাটারের এটাই সেরা।

বর্তমানে টেক্টরের রেটিং ৭২২। আইরিশদের হয়ে কোনও ব্যাটারের এই রেটিংও সর্বোচ্চ। তাতে তারকা ব্যাটার বিরাট কোহলি, কুইন্টন ডি কক ও রোহিত শর্মাদেরও পেছনে ফেলেছেন। কোহলি আছেন আট নম্বরে। নয় নম্বরে ডি কক ও দশে রোহিত শর্মা। 

ইয়ন মরগান ২০১৯ সালে ৭১২ রেটিং পেয়েছিলেন। কিন্তু আইরিশ হয়েও তখন তিনি খেলেছেন ইংল্যান্ড দলে। ফলে আয়ারল্যান্ড ব্যাটার হিসেবে আগের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্যাটার ছিলেন পল স্টার্লিং (৬৯৭)। সেটা তিনি ২০২১ সালের জুনে পেয়েছিলেন।

সামনেই জিম্বাবুয়েতে আছে বিশ্বকাপ বাছাই। সেখানে ধারাবাহিকতা ধরে রাখলে র‌্যাঙ্কিংয়ে আরও উন্নতির সুযোগ আছে আইরিশ তারকার।

এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে ঝড়ো সেঞ্চুরিতে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তরও। ৪১০ রেটিং নিয়ে ১০৯ নম্বরে উঠেছেন তিনি, যা তার ক্যারিয়ার সেরা। দ্বিতীয় ওয়ানডেতে ৩ ছক্কা ও ১২ চারে শেষ পর্যন্ত ৯৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন। তৃতীয় ওয়ানডেতেও খেলেছেন ৩৫ রানের দারুণ একটি ইনিংস।