সিরিজ বাঁচানোর ম্যাচে ইংল্যান্ডের একাদশে তিন পরিবর্তন

হেডিংলিতে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তৃতীয় অ্যাশেজ টেস্টের একাদশে তিনটি পরিবর্তন আনলো ইংল্যান্ড। সিরিজ বাঁচানোর লড়াই থেকে ছিটকে গেছেন জেমস অ্যান্ডারসন, জশ টাং ও ইনজুরি আক্রান্ত ওলি পোপ। ফেরানো হয়েছে ক্রিস ওকস, মার্ক উড ও মঈন আলীকে।

হেডিংলিতে সংবাদ সম্মেলনের আগেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তার একাদশ নিশ্চিত করেন। এজবাস্টন ও লর্ডসে হেরে ২-০ তে পিছিয়ে স্বাগতিকরা।

প্রত্যাশিতভাবেই বাদ পড়েছেন অ্যান্ডারসন। দুই ম্যাচে মাত্র তিন উইকেট নিয়েছেন তিনি। তার জায়গা নিয়েছেন ২০২১ সালের সেপ্টেম্বর থেকে হোম টেস্ট না খেলা ওকস। দেশে ২২.৬৩ গড়ে ৯৪ উইকেট পেয়েছেন তিনি।

ডান কাঁধের চোটে ছিটকে যাওয়া পোপের শূন্যতা সম্ভবত পূরণ করতে পারবেন ওকস। ঘরের মাঠে তিনি ব্যাট হাতে এক সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি মেরেছেন। গড় ৩৫.২৫।

এজবাস্টনে চোট নিয়ে লর্ডসে খেলতে পারেননি মঈন। সুস্থ হওয়ায় প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন তিনি। এদিকে ডিসেম্বরের পর প্রথম টেস্ট খেলতে নামছেন উড। আর এপ্রিলে আইপিএলের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। 

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুট, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ওলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড।