তামিম ফরচুন বরিশালে

ফরচুন বরিশালের হয়ে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলবেন তামিম ইকবাল। রবিবার বরিশাল দলের চেয়ারম্যান মিজানুর রহমান বাঁহাতি ওপেনারের সঙ্গে এক বছরের চুক্তি  বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিএলের গত দুই মৌসুম বরিশালের অধিনায়ক হিসেবে খেলেছিলেন সাকিব আল হাসান। নতুন মৌসুম শুরুর আগে সাকিব রংপুর রাইর্ডাসে যোগ দিয়েছেন। তার পুরোনো দল বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন দেশসেরা ওপেনার তামিম। আজই বরিশালের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি।

গত বৃহস্পতিবার হুট করেই সংবাদ সম্মেলনে করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে ২৪ ঘণ্টার মধ্যে নানা নাটকীয়তার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। আপাতত এক থেকে দেড় মাস ক্রিকেটের বাইরে থেকে নিজের ফিটনেস নিয়ে কাজ করবেন বাঁহাতি এই ওপেনার। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের আগে দলে ফেরার সম্ভাবনা রয়েছে তার। তবে সেটি অধিনায়ক হিসেবে নাকি সাধারণ সদস্য হিসেবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি তামিম।

তামিমের অবসর কাণ্ড টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। এত আলোচনার মাঝেই শনিবার বিপিএলে দল বদল করলেন দেশসেরা এই ওপেনার। পুরোনো দল খুলনা টাইগার্স ছেড়ে তার নতুন ঠিকানা এখন বরিশাল।

আগামী বছর জানুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ। ধারণা করা হচ্ছে এবং বিসিবি থেকে বলা হচ্ছে সংসদ নির্বাচনের পরপরই বিপিএলের পরবর্তী আসর। সেপ্টেম্বরে হবে প্লেয়ার্স ড্রাফট।

তামিমের সঙ্গে চুক্তি করা নিয়ে চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘ধন্যবাদ তামিমকে, আমাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। আমরা আশা করি ২০২৪ সালের বিপিএলে ভালো একটা দল গঠন করতে পারবো। দল গঠনের নেতৃত্বে থাকবেন তামিম। আজকে তার সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।’