চতুর্থ টেস্টে ইংল্যান্ডের একাদশে অ্যান্ডারসন

অ্যাশেজ টেস্ট সিরিজে টিকে থাকতে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে ইংল্যান্ডকে। এই ম্যাচের একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা। চতুর্থ এই টেস্টে আবার বল করতে দেখা যাবে জেমস অ্যান্ডারসনকে।

ওলি রবিনসনের জায়গায় ফেরানো হয়েছে অ্যান্ডারসনকে। আট দিন আগে হেডিংলিতে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারানো দলে এই একটিই পরিবর্তন।

হেডিংলিতে পিঠের অস্বস্তির কারণে মাত্র ১১.২ ওভার বল করেন রবিনসন। এখন তিনি ফিট হলেও অভিজ্ঞতা বিবেচনায় অ্যান্ডারসনকে সুযোগ দিলেন নির্বাচকরা।

প্রথম দুটি টেস্টে হতাশ করেছিলেন অ্যান্ডারসন। এজবাস্টন ও লর্ডসের ফ্ল্যাট ও মন্থর পিচে ২২৬ রান দিয়ে মাত্র ৩ উইকেট নেন ৪০ বছর বয়সী পেসার। 

এক ম্যাচ মাঠের বাইরে থাকার পর ফিরছেন অ্যান্ডারসন। সম্ভবত নিজের হোম গ্রাউন্ড ম্যানচেস্টারে এটাই হতে যাচ্ছে তার শেষ টেস্ট।

তিন ম্যাচ শেষে ২-১ এ পিছিয়ে থাকা ইংল্যান্ড আগামী বুধবার সমতা ফেরানোর মিশনে নামবে। এই ম্যাচের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন এনেছে স্বাগতিকরা। তিনে ব্যাটিং করবেন মঈন আলী, এই পজিশনে খেলা হ্যারি ব্রুক খেলবেন তার আগের জায়গা পাঁচ নম্বরে।

ইংল্যান্ডের চতুর্থ টেস্টের একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জোনাথন বেয়ারস্টো (উইকেটকিপার), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।